Current Bangladesh Time
বৃহস্পতিবার ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৩:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীতে ফুটেছে সৌভাগ্যের ‘নাইট কুইন’ 
Friday July 27, 2018 , 6:55 pm
Print this E-mail this

বলা হয়, যার বাড়িতে নাইট কুইন ফোটে তার বাড়িতে সৌভাগ্য বয়ে নিয়ে আসে ফুলটি!

বরিশাল নগরীতে ফুটেছে সৌভাগ্যের ‘নাইট কুইন’


শামীম আহমেদ : নাইট কুইন নামেই বোঝা যায় এ ফুলটি রাতের রানী। রাতের সাথে রয়েছে নাইট কুইন ফুলের বিশেষ সম্পর্ক। সন্ধ্যা থেকেই একটু একটু করে ফোটার প্রস্তুতি নিতে নিতে মধ্যরাতে তার অপার সৌন্দর্য নিয়ে হাজির হয় ফুলটি এবং রাত শেষ হওয়ার সাথে সাথে ভোরের আলোয় মিলিয়ে যায় এর সৌন্দর্য। রাতের রানী নাইট কুইন ফুলকে ধরা হয় সৌভাগ্য আর পবিত্রতার প্রতীক। বলা হয়, যার বাড়িতে নাইট কুইন ফোটে তার বাড়িতে সৌভাগ্য বয়ে নিয়ে আসে ফুলটি! বরিশাল নগরীতে বৃহস্পতিবার রাতে প্রকৃতির অবদানস্বরূপ সৌভাগ্যের তিলক জুটছে মিতালী হালদারের ভাগ্যে। রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে তার রোপিত গাছে ফুটেছে ‘নাইট কুইন’ ফুল। নগরীর পশ্চিম বগুড়া রোডের অক্সফোর্ড মিশন স্কুল সংলগ্ন বাসিন্দা প্রকৃতপ্রেমী মিতালী হালদার মিষ্টি জানান, এক যুগ সাধনার পর তার স্বপ্ন পূরণ হয়েছে। ১২ বছর পূর্বে গাছটি লাগানোর পর থেকেই তিনি দিন গুণতে শুরু করেছিলেন ‘কবে দেখা মিলবে রাতের রাণীর’? অবশেষে বৃহস্পতিবার রাতে প্রথমবারের মতো গাছটিতে দুটি নাইট কুইন ফুল ফুটেছে। বিস্মিত চোখে বিস্ময়কর রাতের রানীকে নিজের গাছে দেখে মিতালী বলেন, এটা তার বহু সাধনার ফুল। মিতালী আরও জানান, নাইট কুইন ফোটার খবর শুনে প্রতিবেশীরা একনজর রাতের রানীর জৌলুস দেখার জন্য তার বাড়িতে ভীড় করেছিলেন।




Archives
Image
ডাক্তারদের উপঢৌকন বন্ধ হলে ওষুধের দাম কমবে ৩০%
Image
বৌদ্ধ ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ
Image
নতুন দলের নেতৃত্বে কারা আসছেন, যা জানা গেল
Image
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দ্রুত নির্বাচনের তাগিদ বিএনপির
Image
জুলাই অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বৃহস্পতিবার