|
নারী ও শিশু বান্ধব নগরী গড়ে তোলা সহ ষোলটি দাবী উপাস্থাপন
বরিশাল নগরীতে নাগরিক জেলা ও মহানগর কমিটি’র মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : ৩০ই জুলাই আসন্ন বরিশাল সিটি কর্পোরেশনের চতুর্থ পরিষদের নির্বাচন অবাধ, নিরপক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান এবং সৎ, যোগ্য জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের নির্বাচনের আহবান জানিয়ে নগরীতে মানববন্ধন ও শান্তি পদযাত্রা কর্মসূচি পালন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা ও মহানগর কমিটি। শনিবার সকাল ১১টায় শ্রাবনের বারিধারা বৃষ্ঠি উপেক্ষা করে নগরীর প্রান কেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করে তারা। সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মহানগর সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, সম্পাদক রফিকুল আলম, জেলা সম্পাদক রনজিৎ দত্ত প্রমুখ। বক্তরা বলেন, আসন্ন সিটি নির্বাচনে নগর ভবনের যিনি দায়ীত্ব পালন করবেন তিনি নগরবাসীর সুবিদার্ধে নগর ভবনকে জন প্রনিধিত্ব ভবনকে গড়ে তোলা, খাল ও জলাশয় মুক্ত রাখা, ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, নগরকে বজ্য মুক্ত রাখা, নগরীতে নিরাপদ পানি সঠিকভাবে সরবরাহ করা, নারী ও শিশু বান্ধব নগরী গড়ে তোলা সহ ষোলটি দাবী উপাস্থাপন করা হয়। মানববন্ধন শেষে নগরীতে একটি শান্তিপূর্ণ পদযাত্রা র্যালি বের হয়।
Post Views:
৮৪৫
|
|