|
সন্তানকে স্কুলে পাঠিয়ে ভবন ধসে পড়ার আতঙ্কে থাকতে হচ্ছে অভিভাবকদের
বরিশাল নগরীতে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান
বরিশাল নগরীর চকবাজার এলাকার শত বছরের নিবেসক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ জীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান করানো হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। ইতোমধ্যে ভবনের ছাদ ধসে পরার পর টিনের ছাপড়া দিয়ে ওই ভবনেই চলছে পড়াশুনা। সূত্রমতে, বছরের পর বছর এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও অদ্যবর্ধি কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রায় তিন যুগ ধরে নিবেসক বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও ভবন মেরামতের বা নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে জীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে। সূত্রে আরও জানা গেছে, ভবনটিতে রয়েছে শ্রেণি কক্ষের চরম সঙ্কট। ফলে এক কক্ষে দুই শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে। এসব সমস্যার কারণে অনেক শিক্ষার্থীকে তাদের বাবা-মা অন্য বিদ্যালয়ে নিয়ে গেছেন। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। অথচ চার বছর আগে বিদ্যালয়টি সরকারীকরণ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নতুন ভবন নির্মানের তেমন কোন উদ্যোগ নেই। একাধিক শিক্ষার্থীরা জানায়, তাদের স্কুলের ভবনটি পুরোনো হওয়ায় ক্লাশ চলাকালীন সময় ভয়ের মধ্যে থাকতে হয়। আর একই কক্ষে দুটি ক্লাস নেয়ার সময় তাদের লেখাপড়া করতে অনেক সমস্যা হচ্ছে। অভিভাবক সালমা বেগম জানান, তার সন্তানকে স্কুলে পাঠিয়ে তাকে ভবন ধসে পড়ার আতঙ্কে থাকতে হচ্ছে। নিবেসক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মানের জন্য তারা বছরের পর বছর ধরে বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো সুফল পাননি। জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার উম্মে সালমা লাইজু বলেন, নিবেসক বিদ্যালয়টি সম্পর্কে যাবতীয় তথ্য নেয়া হয়েছে। যেহেতু এখানে ভবন নেই, তাই অগ্রাধিকার ভিত্তিতে এখানে নতুন ভবন নির্মাণ করা হবে। সর্বশেষ গত দুই মাস আগে ভবনের বর্তমান অবস্থা পরিমাপ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কাগজপত্র প্রেরণ করা হয়েছে।
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক
Post Views:
৮০
|
|