|
গোপাল সরকারকে আহবায়ক এবং কাজী মকবুল হোসেন ও জাকির হোসেনকে যুগ্ম আহবায়ক
বরিশাল নগরীতে উত্তরা সাংবাদিক কল্যাণ সমিতি’র আত্মপ্রকাশ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগরীর উত্তর এলাকায় বসবাসরত সংবাদকমীদের নিয়ে একটি কল্যাণমূখী সংগঠন “ উত্তরা সাংবাদিক কল্যাণ সমিতি” আত্ম প্রকাশ করেছে। শুক্রবার সকালে নগরীর কাউনয়িা এলাকায় অবসর নিকেতন কার্যালয়ে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে আত্মপ্রকাশ করল সাংবাদিকদের নতুন ধারার এই সংগঠনটির। সিনিয়র সাংবাদিক গোপাল সরকারের সভাপতিত্বে উত্তর এলাকার সাংবাদিকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে গোপাল সরকারকে আহবায়ক এবং কাজী মকবুল হোসেন ও জাকির হোসেনকে যুগ্ম আহবায়ক এবং স্বপন খন্দকারকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন কমল সেন গুপ্ত, জিয়া শাহীন, সাইয়েদ কাজল, এম জহির, সুখেন্দু এদবর, বেলায়েত বাবলু, দেওয়ান মোহন। নতুন এ কল্যাণ সমিতি নগরীর জেল খালের উত্তর এলাকার সাংবাদিকদের মধ্যে একতা, কল্যাণ ও বন্ধনের দৃঢ় অঙ্গিকার বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধতর একটি সাংবাদিক সমাজ গড়ে তুলতে ভূমিকা পালন করবে। সভায় স্বপন খন্দকার, সাইয়েদ কাজল এবং জিয়া শাহীনকে নিয়ে গঠনতন্ত্র প্রনয়ন কমিটি গঠন করা হয়েছে।
Post Views:
১,০৩৯
|
|