Current Bangladesh Time
রবিবার অক্টোবর ১৯, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীতে আবারো চালু হচ্ছে ‘সিটি বাস সার্ভিস’ 
Friday October 5, 2018 , 9:13 pm
Print this E-mail this

প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের ব্যক্তিগত উদ্যোগে সিটি সার্ভিস চালু করা হয়েছিল

বরিশাল নগরীতে আবারো চালু হচ্ছে ‘সিটি বাস সার্ভিস’


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল পাঁচ বছর বন্ধ থাকার পর বরিশাল নগরীতে আবারো ‘সিটি বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে ট্রাফিক বিভাগ। জেলা বাস মালিক ও বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সঙ্গে আলোচনা শেষে এই উদ্যোগ নেওয়া হয়। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী সিটি বাস সার্ভিসে দুই বাস মালিক সমিতির চারটি করে মোট আটটি বাস দু’টি রুটে চলাচল করবে। তবে এর ভাড়া এখনও নির্ধারণ করা হয়নি। সূত্র জানায়, বরিশাল বিশ্ববিদ্যালয় টু বিমান বন্দর পর্যন্ত দু’টি রুটে সিটি সার্ভিসের বাস চলাচল করবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এ সার্ভিস দেওয়া হবে। এয়ারপোর্ট থেকে গড়িয়ার পাড় নথুল্লাবাদ, বিএম কলেজ, নতুন বাজার, জেল খানার মোড়, নতুন বাজার, নাজিরের পুল, স্বরোড, পোর্ট রোড, লঞ্চ ঘাট, মেডিকেল, আমতলার মোড়, রুপাতলি, বরিশাল বিশ্ববিদ্যালয় হয়ে একটি রুটে বাস চলাচল করবে। অপর রুটটি হলো-এয়ারপোর্ট থেকে গড়িয়ার পার, নথুল্লাবাদ, চৌমাথা, আমতলার মোড়, রুপাতলি বাসস্ট্যান্ড, বরিশাল বিশ্ববিদ্যালয়। রুট দুটিতে কমপক্ষে ২০টি বাস থামার স্থান রাখারও প্রস্তাবও রাখা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. খায়রুল ইসলাম জানান, বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা করে বিমান বন্দর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপতত দুটি রুট নির্ধারণ করা হয়েছে। নগরীতে যানজট যেন না বাড়ে সেদিকে খেয়াল রেখেই এই সার্ভিস পরিচালিত হবে বলেও জানান তিনি। জেলা বাস মালিক সমিতির আফতাব হোসাইন জানান, প্রথম দিকে লোকসান হওয়ার সম্ভাবনা থাকলেও নাগরিক সেবার বিষয়টি চিন্তা করে আমরা বাস চলাচলের ব্যবস্থা করবো। পরবর্তীতে প্রয়োজন হলে রুটের সংখ্যা বৃদ্ধি করা হবে। প্রতিটি স্টপিজের দূরুত্বে পাঁচ টাকা হারে ভাড়া নির্ধারণ করার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, ২০০৯ সালে বরিশাল সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের ব্যক্তিগত উদ্যোগে সিটি সার্ভিস চালু করা হয়েছিল। পরে মেয়র আহসান হাবিব কামাল দায়িত্ব গ্রহণের পর ২০১৩ সালে সিটি বাস সার্ভিস বন্ধ হয়ে যায়।




Archives
Image
শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে : মহাপরিচালক, ফায়ার সার্ভিস
Image
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬ রোগী
Image
বরিশালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় সিইসি
Image
জাতীয় নির্বাচনে ধানের শীষে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান রহমাতুল্লাহ্’র
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু