|
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী সহ মহিলা পরিষেদের নেতৃবৃন্দ অংশ গ্রহন করে
বরিশাল নগরীতে অব্যাহত শিশু ধর্ষণসহ হত্যাকান্ডের বিচারের দাবীতে বিক্ষোভ
বরিশাল নগরীতে অব্যাহত শিশু ধর্ষণ সহ প্রতিটি হত্যা কান্ডের সাথে জড়িতদের গ্রেফতার সহ আইনের কাঠগড়ায় হাজির করা ও রিক্সা শ্রমিকের সন্তান সাথী ও সিমা হত্যা এবং শুহাইমা ধর্ষনের বিচারের দাবীতে নগরীতে বিক্ষোভ করে জেলা প্রশাসক দপ্তরে বিচারের দাবী জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে বরিশাল সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। রবিবার (২৫ই মার্চ) সকাল সাড়ে ১১টায় নগরীর প্রান কেন্দ্র সদররোডে এক মানববন্ধন কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটি। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটি সভাপতি রুস্তুম আলী হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,বাবুল তালুকদার, শাজাহান মিস্ত্রি, শহিদুল ইসলাম ও বদরুজ্জোহা সৈকত প্রমুখ। মানববন্ধনে বক্তরা নগরীতে ঘটে যাওয়া শিশু ধর্ষন ও হত্যাকান্ডের বিচার সহ নাগরীকদের নিরাপত্তার দাবী জানিয়ে বলেন, আজ সারা দেশে অব্যাহতভাবে ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনায় সুষ্ঠ বিচারের অভাব, আইনি প্রক্রিয়ার ধীরগতি, অপরাধীর পাড় পেয়ে যাওয়া ও রাজনৈতিক আশ্রয় লাভ, অপরাজনীতি, মাদক, জ্ঞানচর্চা ও সুষ্ঠ বিনোদনের অভাব, অপসংস্কৃতি, নিরাপত্তা ব্যাবস্থার দূর্বলতার কারনেই একর পর এক সমাজে এধরনের কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে। ফলে দিন দিন ভাইরাসের মত ছড়িয়ে পড়ছে এই অবক্ষয়। বক্তরা অবিলম্বে প্রতিটি ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার প্রত্যাশা করা সহ নগরীর ওয়ার্ডগুলোতে নিরাপত্তা জোরদার, পুলিশ টহল বৃদ্ধির পাশাপশি নতুন পুলিশ ফাড়ি স্থাপনের দাবী জানান। পরে তারা নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদের হাতে স্মারকলিপি প্রদান করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী সহ মহিলা পরিষেদের নেতৃবৃন্দ অংশ গ্রহন করে।
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক
Post Views:
১,০২১
|
|