পড়ুয়া ওই ছাত্রী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে তা এখনও জানা যায়নি
বরিশাল দপদপিয়া সেতু থেকে মডেল স্কুলের ছাত্রীর ঝাঁপ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক ছাত্রি। ৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টার দিকে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের ওই ছাত্রী ঝাঁপ দেন বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার এস আই অলস সাহা। তিনি জানান, ঝাঁপ দেওয়ার পর প্রত্যক্ষদর্শীরা ছাত্রীটিকে জীবন্ত উদ্ধার করে। বর্তমানে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু কি কারনে ১৫ বছরের নবম শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে তা এখনও জানা যায়নি।