দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছের চাহিদা পূরণে বাংলাদেশ
বরিশাল থেকে ৩০০ মেট্রিক টন ইলিশ যাবে কলকাতায়
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছের চাহিদা পূরণ করছে বাংলাদেশ। ৭৯ জন রপ্তানিকারককে প্রায় ৪ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি শুরু হওয়ায় কালোবাজারী কমবে। শ্রমিকদের হাঁকডাক আর কর্মব্যস্ততায় মুখর বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র। আড়তদাররা মণকে মণ ইলিশ মাছ জমা করছেন মোকামে।আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৭৯ জন রপ্তানিকারককে ভারতে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এই্ রপ্তানি করতে হবে আগামী ৩০ অক্টোবরের মধ্যে। বরিশাল থেকে অনুমোদন পাওয়া ছয় প্রতিষ্ঠান, বৃহস্পতিবার পর্যন্ত ৩০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠিয়েছে, যা কোলকাতার বাজারে পৌঁছে গেছে। সব মিলিয়ে বরিশাল থেকে ৩০০ মেট্রিক টন ইলিশ যাবে কোলকাতায়। তাই দম ফেলার ফুরসত নেই, জেলার প্রায় ৫ হাজার সংশ্লিষ্ট শ্রমিকের। প্রশাসন ও ব্যবসায়ীরা বলছেন, ইলিশের রপ্তানি শুরু হওয়ায় কালোবাজারি কমবে। গত চার বছর ধরে ভারতে পূণরায় ইলিশ রপ্তানি হচ্ছে। তার আগে বন্ধ ছিলো টানা ছয় বছর।