|
আজ আমরা খাদ্যে সয়ং সম্পূর্ণ, তারপরও ধান-নদী-খালের এই তিনের বরিশালকে আরো উৎপাদন বাড়াতে হবে
বরিশাল থেকে যেন শুরু হয় বাংলাদেশের ফসল উৎপাদনের স্বয়ং সম্পূর্ণ অগ্রযাত্রা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে মতবিনিময় সভার প্রধান অতিথি কৃষি মন্ত্রালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন এমপি বলেছেন, এদেশের কৃষি উন্নয়নের চিন্তা করে যে এদেশটিকে স্বাধীন করেছিল যে ব্যাক্তি আমরা তাকে ৭৫ এ রক্ষা করতে পারেনি। বঙ্গবন্ধু চিন্তা করেছিল এই সোনার দেশকে কৃষিতে উন্নয়ন এনে সোনার বাংলা গড়ে তোলা আমরা তাকে বাঁচতে দেইনি। বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার পাশাপশি বিশ্বের দরবারে মাথা উঁঁচু করে দাড়াবার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তারই সুজগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দেশের রগ্ন বিএডিসিকে আবার পূণরায় জীবিত করেছে। এক সময়ে সাড়ে ৭ কোটি দেশের মানুষ না খেয়ে থাকত এখন ১৭ কোটি দেশের মানুষ না খেয়ে থাকতে হয় না। আজ আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। তারপরও ধান-নদী-খালের এই তিনের বরিশালকে আরো উৎপাদন বাড়াতে হবে। এজন্য বিষ মুক্ত ফসল উৎপাদনের জন্য জৈব সার ব্যবহার করার জন্য কৃষি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। রোববার রাত ৭টায় সার্কিট হাউজ ধানসিঁড়ি মিলনায়তন সভা কক্ষে কৃষি মন্ত্রালয় কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের কার্যক্রম ও প্রাকৃতিক দূর্যোগ প্রবন বরিশাল অঞ্চলের উপকুলীয় কৃষির উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভার সভাপতি বরিশাল জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সংসদ সদস্য মোঃ মামুনুর রশীদ কিরণ, সংসদ সদস্য এ.কে.এম রেজাউল করিম তানসেন, সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম ওমর, সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃর্তি, কৃষি মন্ত্রলয়ের যুগ্ম সচিব মফিজুল ইসলাম, যুগ্ম সচিব হেমায়েত হোসেন। এসময় মতবিনিময় সভার সভাপতি জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোঃ হাবিবুর রহমান বলেন পানি সম্পদ মন্ত্রলয় ও কৃষি সম্পদ মন্ত্রলয় সমন্বয়ভাবে কাজ করে তাহলে পূণরায় শস্য ভান্ডারে পরিণত হবে বরিশাল। প্রধান অতিথি মোঃ মকবুল হোসেন এমপি কৃষি কর্মকর্তাদের আরো বলেন এখান থেকে কৃষি দপ্তরে সঠিকভাবে তথ্য সরবরাহ করবেন যা দেখে আমরা কৃষককে সহযোগীতা করতে পারি এদেশের কৃষকরা ফসল উৎপাদনে আরো এগিয়ে যেতে পারে। বরিশাল থেকে যেন শুরু হয় বাংলাদেশের ফসল উৎপাদনের সয়ং সম্পূর্ণ অগ্রযাত্রা। অনুষ্ঠানে পাওয়ার প্লন্ট উপস্থাপন করেন কৃষিবিদ তুষার কান্তি সমাদ্দার। এরপূর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান বরিশাল অঞ্চলের কৃষি কর্মকতাগন।
Post Views:
১,২৫৯
|
|