প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল-ঢাকা মহাসড়কে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান, মামলা ৫
Friday November 9, 2018 , 11:55 am
সড়কে যানবাহনে চালাতে হলে গাড়ির সঠিক কাগজপত্র ও ফিটনেস ঠিক রেখে গাড়ি চালাতে হবে
বরিশাল-ঢাকা মহাসড়কে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান, মামলা ৫
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশার-ঢাকা মহাসড়কে ফিটনেছ ও রেজিস্ট্রেশন বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর কাশিপুর চৌমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খানম। এসময় রেজিস্ট্রেশন ও ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয় এবং রেজিস্ট্রেশন ও ফিটনেস বিহীন ৫টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়। পাশাপাশি গাড়ির চালকদের বিভিন্ন ধরনের নির্দেশনা দেয়া হয় কিভাবে গাড়ি চালানো যাবে এর ওপরে। এসময় তিনি বলেন, সড়কে যানবাহনে চালাতে হলে গাড়ির সঠিক কাগজপত্র ও ফিটনেস ঠিক রেখে গাড়ি চালাতে হবে। যারা এ আইন মানবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় উপস্থিত ছিলেন, বিআরটিএ’র ইন্সপেক্টর দেবাশিষ বিশ্বাস ও বিমানবন্দর থানার এসআই ফিরোজ আলম।