Current Bangladesh Time
রবিবার জুলাই ৬, ২০২৫ ১:৩৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল ডাকঘর থেকে চুরি করা বই দিয়ে টাকা উত্তোলনের চেষ্টায় এক নারী আটক 
Tuesday February 2, 2021 , 10:51 pm
Print this E-mail this

চুরি যাওয়া বই নিয়ে টাকা তোলার চেষ্টা, ডাকঘরের কর্মচারীরা তাকে আটক করে থানায় খবর

বরিশাল ডাকঘর থেকে চুরি করা বই দিয়ে টাকা উত্তোলনের চেষ্টায় এক নারী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগীয় ডাকঘরের প্রধান কার্যালয় থেকে গ্রাহকের ফিক্সড ডিপোজিটের বই চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বিকেলে ডাকঘর কর্তৃপক্ষ বই চোরকে আটক করে থানা পুলিশকে খবর দিলে কোতয়ালী থানার এসআই রফিকুল ইসলাম এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যান বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পোস্ট মাস্টার জয়নুল আবেদীন খান। তিনি জানান, ওই নারী চুরি করা বই দিয়ে টাকা উত্তোলন করার চেষ্টা করছিলেন। এই কাজে তার বােনের মেয়েকেও ব্যবহার করেন। কিন্তু টাকা তুলে নেওয়ার আগেই তাকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কােতয়ালী থানার ওসি নুরুল ইসলাম। তিনি বলেন, বই চুরির অভিযোগে প্রকৃত বইয়ের মা্লিক বাদী হয়ে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতকে বুধবার আদালতে সোর্পদ করা হবে। জানা গেছে, মঙ্গলবার (২৬ জানুয়ারি) বরিশাল বিভাগীয় ডাকঘরের প্রধান কার্যালয় থেকে মদিনা আক্তার মিমের (আসল নাম) ফিক্সড ডিপোজিটের তিন লাখ টাকার বই (নম্বর এফডি-১৩২৬৯১) চুরি করে নিয়ে যান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বাসিন্দা ঝরণা বেগম (আসল নাম)। এ বিষয়ে ডাকঘর কর্তৃপক্ষ থানায় অভিযোগ না দিতে ভুক্তভোগীকে অনুরোধ করেন ডাকঘর কর্তৃপক্ষ। মুলত ডাকঘর কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলায় ওইদিন বই চুরির ঘটনা ঘটে বলে দাবী করেন মদীনা আক্তার। এদিকে মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) চুরি যাওয়া বই নিয়ে টাকা তোলার চেষ্টা করেন ঝরনা বেগম (৩২) ও তার বােনের মেয়ে সোহাগী আক্তার শ্রাবনী (আসল নাম)। এসময়ে ডাকঘরের কর্মচারীরা ঝরণা বেগমকে আটক করে থানায় খবর দেন। থানা পুলিশ এসে আটক করে দু’জনকে নিয়ে যান। তবে ঝরণা বেগমের বোনের মেয়েকে চুরির কাজে ব্যবহার করলেও সে জানতো না আসলে তিনি কি করছেন। তার খালা তাকে বই জমা দিতে বলায় সে জমা দেয়। এ কারণে তাকে মামলার আসামী করা হয়নি বলে জানান বাদী মদিনা আক্তার মিম।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা