অবিলম্বে লিপনকে নিঃশর্ত মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারী
বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি লিপনের মুক্তির দাবীতে বিক্ষোভ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা স্বেচ্ছা সেবকদল সভাপতি জে.এম.আমিনুল ইসলাম লিপনকে গ্রেপতার করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল স্বেচ্ছাসেবকদল বরিশাল সদর উপজেলা কমিটি। বুধবার (৮ই আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অুনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবকদল বরিশাল সদর উপজেলা কমিটির সভাপতি মানিক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু,জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মামুন ভূইয়া, জেলা সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ্ সাদি। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার সিকদার, এ্যাড: মালেক ও কোতয়ালী যুগ্ম সম্পাদক সামসুল কবীর ফরহাদ প্রমুখ। বক্তরা বিক্ষোভ সমাবেশে বলেন, লিপন বরিশাল থেকে ঢাকায় চিকিৎসার জন্য গেলে সেখানে পুলিশ মিথ্যা অজুহাতে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে। তারা বলেন, আমরা যারা বিএনপি করি আমরা আজ দেশের কোথাও স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি না বিএনপি করার অপরাধে। এভাবে পুলিশ দিয়ে হয়রানী করে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের দমিয়ে রাখা যাবে না। অবিলম্বে লিপনকে নিঃশর্ত মুক্তি দেয়া না হলে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল বরিশাল নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন সহ কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারী দেন।