|
রাস্ট্রীয় সালাম প্রদর্শন করা শেষে তাকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন
বরিশাল জেলা বিএনপি সহ-সভাপতি সালেহ আহমেদের জানাযা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : বরিশাল দক্ষিন জেলা বিএনপি সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.এইচ.এম সালেহ আহমেদের দু’দফা জানাযার নামাজ ও রাস্ট্রীয় মর্যদা শেষে মুসলিম গোরস্তানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে হয়েছে। শনিবার বাদ যোহর নামাজ শেষে নগরীর প্রাণকেন্দ্র সদররোডে জানাযার নামাজ ও রাস্ট্রীয় ছালাম গার্ড অব অর্নার প্রদান করা হয়। সালেহ আহমেদের জানাযার নামাজে অংশ গ্রহন করেন কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার, জেলা দক্ষিন বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক,জেলা বিএনপি সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, সাবেক সংসদ আবুল হোসেন খান, বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ আনিসুর রহমান, ইতিহাসবীদ সাবেক সচিব সিরাজ উদ্দিন আহমেদ, এ্যাড. মোয়ায্যেম হোসেন হেলাল সহ নগরীর সর্বদলীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেয়। জানাযার নামাজের পূর্বে এ.এইচ.এম সালেহ আহমেদ স্মরণ করে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বরিশাল মহানগার বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মুক্তিযোদ্ধা এ্যাড. মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি মেয়র আহসান হাবীব কামাল, বরিশাল জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এ্যাড. আব্দুর রসিদ খান, বরিশাল জেলা জাতীয় পার্টি সভাপতি অধ্যক্ষ মহসিন-উল-ইসলাম হাবুল, জাতীয় পার্টি নেতা ইকবাল হোসেন তাপস, বরিশাল মহানগর জামায়াত ইসলামের আমির এ্যাড. মোয়াযেয হোসেন হেলাল, জেলা মুক্তি যোদ্ধা ডিপুটি কমান্ডার বীর প্রতিক মহিউদ্দিন মানিক, বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেচুর রহমান। সালেহ আহমেদের জানাযা নামাজে ইমামতি করেন বরিশাল সদররোডস্থ বায়তুল মোকারম জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা সামসুল আলম। এসময় সালেহ আহমেদ এর কফিনে ফুল দিয়ে শেষবারের শ্রদ্ধা জানান বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার, সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, মহানগর যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন, শাহেদ আকন সম্রাট সহ দলীয় নেতৃবৃন্দ। শ্রদ্ধা জানান বরিশাল দক্ষিন জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, কেন্দ্রীয় বিএনপি সদস্য সাবেক সংসদ আবুল হোসেন খান, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সদস্য এ্যাড. গোলাম আহাদ চৌধুরী আলাল ও যুবদল জেলা সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু। কেন্দ্রীয় বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরীনের পক্ষে দলীয় ও বিএনপি নেতা কর্মীরা শ্রদ্ধা জানান। এরপূর্বে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের রাস্ট্রপতির পক্ষে মুক্তিযোদ্ধা সালেহ আহমেদের কফিনে শ্রদ্ধা জানান বরিশাল জেলা প্রশাসকের নির্বাহী মেজিষ্ট্রেট। পরে সালেহ আহমেদকে রাস্ট্রীয় সালাম প্রদর্শন করা শেষে তাকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হয়। এর আগে তাকে তার নিজ এলাকা নগরীর কাউনিয়া আমিন বাড়ি জামে মসজিদে সকাল ১০টায় প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, দীর্ঘদিন বার্ধক্যের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার ২৪ই আগস্ট বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
Post Views:
১,১০২
|
|