Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ২৫, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা প্রশাসকের সাথে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় 
Monday October 30, 2017 , 5:16 pm
Print this E-mail this

বাংলার ঐতিহ্য,সংস্কৃতির সংবাদ পরিবেশন করার জন্য আহবান জানান তিনি

বরিশাল জেলা প্রশাসকের সাথে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সাথে বরিশাল রিপোর্টার ইউনিটির কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা করেছেন।সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন,তথ্য মানুষের জানার অধিকার এদের সাথে সরকারী পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে কাজ করা হলে এদেশের উন্নয়নের গতিরোধ করা কারো পক্ষে সম্ভব হবে না।এসময় তিনি সংবাদকর্মীদের দেশ ও সমাজের স্বার্থে বেশী করে মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ ও সমাজ বিরোধী সংবাদ প্রচারের পাশাপাশি বাংলার ঐতিহ্য,সংস্কৃতির সংবাদ পরিবেশন করার জন্য তিনি আহবান জানান।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস,সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার,প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন,সাবেক সভাপতি সুশান্ত ঘোষ,বর্তমান সহ-সভাপতি বিধান সরকার এবং মিথুন সাহা।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দপ্তর ও প্রচার সম্পাদক মুসফিক সৌরভ, মাসুক কামাল,সাবেক সম্পাক কামরুল আহসান,প্রতিষ্ঠাতা সদস্য শামীম আহমেদ,সাবেক সভাপতি ও সম্পাদক আলী জসিমসহ রিপোর্টার্স ইউনিটির সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ।জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান,সভাপতি, সম্পাদক ও সহ-সভাপতিসহ সিনিয়র নেতৃবন্দ। পরে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের হাতে বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের বিষয়ের ওপর কার্যক্রম পরিচালনা করার দলিল-পত্রের ফাইল উপহার হিসাবে তার হাতে তুলে দেয়া হয়।




Archives
Image
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে : ড. ইউনূস
Image
বরিশালে ছিনতাই মামলায় ছাত্রদল নেতা কারাগারে
Image
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বরিশালে কঠোর অবস্থানে বিআরটিএ
Image
ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুন আর নেই
Image
সচিবালয় এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০