|
বাংলার ঐতিহ্য,সংস্কৃতির সংবাদ পরিবেশন করার জন্য আহবান জানান তিনি
বরিশাল জেলা প্রশাসকের সাথে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সাথে বরিশাল রিপোর্টার ইউনিটির কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা করেছেন।সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন,তথ্য মানুষের জানার অধিকার এদের সাথে সরকারী পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে কাজ করা হলে এদেশের উন্নয়নের গতিরোধ করা কারো পক্ষে সম্ভব হবে না।এসময় তিনি সংবাদকর্মীদের দেশ ও সমাজের স্বার্থে বেশী করে মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ ও সমাজ বিরোধী সংবাদ প্রচারের পাশাপাশি বাংলার ঐতিহ্য,সংস্কৃতির সংবাদ পরিবেশন করার জন্য তিনি আহবান জানান।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস,সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার,প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন,সাবেক সভাপতি সুশান্ত ঘোষ,বর্তমান সহ-সভাপতি বিধান সরকার এবং মিথুন সাহা।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দপ্তর ও প্রচার সম্পাদক মুসফিক সৌরভ, মাসুক কামাল,সাবেক সম্পাক কামরুল আহসান,প্রতিষ্ঠাতা সদস্য শামীম আহমেদ,সাবেক সভাপতি ও সম্পাদক আলী জসিমসহ রিপোর্টার্স ইউনিটির সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ।জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান,সভাপতি, সম্পাদক ও সহ-সভাপতিসহ সিনিয়র নেতৃবন্দ। পরে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের হাতে বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের বিষয়ের ওপর কার্যক্রম পরিচালনা করার দলিল-পত্রের ফাইল উপহার হিসাবে তার হাতে তুলে দেয়া হয়।
Post Views:
৮০
|
|