Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২৮, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা প্রশাসকের সাথে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় 
Monday October 30, 2017 , 5:16 pm
Print this E-mail this

বাংলার ঐতিহ্য,সংস্কৃতির সংবাদ পরিবেশন করার জন্য আহবান জানান তিনি

বরিশাল জেলা প্রশাসকের সাথে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সাথে বরিশাল রিপোর্টার ইউনিটির কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা করেছেন।সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন,তথ্য মানুষের জানার অধিকার এদের সাথে সরকারী পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে কাজ করা হলে এদেশের উন্নয়নের গতিরোধ করা কারো পক্ষে সম্ভব হবে না।এসময় তিনি সংবাদকর্মীদের দেশ ও সমাজের স্বার্থে বেশী করে মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ ও সমাজ বিরোধী সংবাদ প্রচারের পাশাপাশি বাংলার ঐতিহ্য,সংস্কৃতির সংবাদ পরিবেশন করার জন্য তিনি আহবান জানান।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস,সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার,প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন,সাবেক সভাপতি সুশান্ত ঘোষ,বর্তমান সহ-সভাপতি বিধান সরকার এবং মিথুন সাহা।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দপ্তর ও প্রচার সম্পাদক মুসফিক সৌরভ, মাসুক কামাল,সাবেক সম্পাক কামরুল আহসান,প্রতিষ্ঠাতা সদস্য শামীম আহমেদ,সাবেক সভাপতি ও সম্পাদক আলী জসিমসহ রিপোর্টার্স ইউনিটির সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ।জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান,সভাপতি, সম্পাদক ও সহ-সভাপতিসহ সিনিয়র নেতৃবন্দ। পরে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের হাতে বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের বিষয়ের ওপর কার্যক্রম পরিচালনা করার দলিল-পত্রের ফাইল উপহার হিসাবে তার হাতে তুলে দেয়া হয়।




Archives
Image
বরিশালে গৃহবধূকে ধর্ষণের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
Image
ঢাকা-বরিশাল নৌরুটে চালু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার
Image
রাজধানীর মিরপুরে বহুতল ভবনে আগুন
Image
বরিশাল মহানগর বিএনপির বিবাদ মেটাতে গুলশানে সমঝোতা বৈঠক
Image
বরিশালে বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় নিজাম গ্রেফতার