|
৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
বরিশাল জিলা স্কুলের সাবেক শিক্ষক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল জিলা স্কুলের সাবেক শিক্ষক (বর্তমান পটুয়াখালী জিলা স্কুলের ধর্ম শিক্ষক) মাওলানা মো: অলিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২১ আগস্ট) দুপুরে শহরের কাউনিয়া এলাকার হাজেরা খাতুন স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।অভিযান পরিচালনাকারী বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, অলিউলের বিরুদ্ধে ঢাকা এবং বরিশালে দায়ের হওয়া ৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।এছাড়া অপর একটি মামলায় তাকে এক বছরের কারাদন্ডও দিয়েছেন আদালত।শিক্ষক মাওলানা মো: অলিউল্লাহ বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুরের ধতরাবাদ গ্রামের বাসিন্দা আলী আহমেদের ছেলে।প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় তার ভাই, শহিদুল্লাহও আসামী বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানিয়েছে, মাওলানা অলিউল্লাহ ও তার ভাই শহিদুল্লাহ জমি, প্লট এবং ফ্ল্যাট ব্যবসা ও এনজিও’র নাম করে প্রতারণার মাধ্যমে নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাত করেছেন।এর মধ্যে আব্দুল ওহাব মাতুব্বর-এর কাছ থেকে ১৪ লাখ ৪২ হাজার টাকা, কামরুল নামের এক ব্যক্তির কাছ থেকে ৭ লাখ, আজাদ এবং কালাম নামের দুই ব্যক্তির কাছ থেকে আরো ৮ লাখ টাকা করে, ঢাকা ও বরিশালের বিভিন্ন লোকের কাছ থেকে সর্বমোট ৯ কোটি টাকা আত্মসাত করেন।এই ঘটনায় তার বিরুদ্ধে বরিশাল ও ঢাকায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়।এর একটি মামলায় তার এক বছরের সাজা হলেও দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন।একটি বিশিষ্ট সূত্রে জানা গেছে, মাওলানা অলিউল্লাহ বরিশালে প্রতারণা করে গা ঢাকা দিতেই নিজেই বদলি হয়ে পটুয়াখালী জিলা স্কুলে চাকুরী নেন।কিন্তু অর্থ আত্মসাত এবং প্রতারণার দায়ে পটুয়াখালী জিলা স্কুল থেকেও তাকে ছয় মাস আগেই বরখাস্ত করা হয়।
Post Views:
১৫২
|
|