নিখোঁজের সময় মাহাবুবুরের শরীরে কমলা রঙের হাফ হাতা শার্ট এবং পায়জামা পড়া ছিল
বরিশাল চরমোনাই মাদ্রাসা ছাত্র নিখোঁজ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদ্রাসার ছাত্র মাহাবুবুর রহমান নিখোঁজ হয়েছে। মঙ্গলবার বরিশাল লঞ্চ ঘাট এলাকা থেকে নিখোঁজ হয় সে। এই ঘটনায় বৃহস্পতিবার বরিশাল কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের পিতা ছগীরুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার বরিশাল লঞ্চঘাট থেকে মাহাবুব হারিয়ে যায়। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি। নিখোঁজের সময় মাহাবুবুরের শরীরে কমলা রঙের হাফ হাতা শার্ট এবং পায়জামা পড়া ছিল। মাহাবুরের শরীরের রঙ শ্যামলা এবং মুখমন্ডল গোলাকার।