Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১১, ২০২৪ ৯:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল ঘুরে দেখলো ভ্রমনকণ্যারা 
Sunday September 2, 2018 , 6:00 pm
Print this E-mail this

“নারীর চোখে বাংলাদেশ”-এর পঞ্চমধাপের কর্মসূচীর সূচনা হয় ২৭ আগস্ট

বরিশাল ঘুরে দেখলো ভ্রমনকণ্যারা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শনিবার দুপুরে বিদ্যালয়ের দ্বিতীয় তলার হলরুমে ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর ছাত্রীদের নিয়ে এই আলোচনায় আগ্রহের কোন কমতি ছিলো না শিক্ষক ও শিক্ষার্থীদের। এরআগে ট্রাভেলেটস অফ বাংলাদেশ-ভ্রমনকণ্যা কর্তৃক আয়োজিত ইভেন্ট, কর্ণফুলী প্রেজেন্টস “নারীর চোখে বাংলাদেশ”-এর পঞ্চমধাপের কর্মসূচীর সূচনা হয় ২৭ আগস্ট ঢাকার কেন্দ্রিয় শহীদ মিনার থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে। ভ্রমনকণ্যাদের দলটি মঙ্গলবার (২৮ আগস্ট) সকালে পটুয়াখালী পৌঁছে পটুয়াখালী কালেক্টরেট বিদ্যালয়ের মেয়েদের সাথে মতবিনিময় করেন। এরপর তারা প্রকৃতির অপরূপ লীলাভূমি সাগরকণ্যা কুয়াকাটায় পৌঁছে আকর্ষনীয় বিভিন্ন স্থান ঘুরে দেখেন। পরের দিন বুধবার বরগুনা জেলার বরগুনা আদর্শ মাদ্যমিক বিদ্যালয়ে মেয়েদের সাথে সাথে মতবিনিময় করেন এবং তালতলী উপজেলার বৌদ্ধ মন্দির ও বেতাগী উপজেলার ঐতিহাসিক বিবিচিনি মসজিদসহ উল্লেখযোগ্য স্থানসমূহ পরিদর্শন করেন। ৩০ আগষ্ট পিরোজপুরের পেয়ারা বাগান, রায়েরকাঠি জমিদার বাড়ি ঘুরে দেখে ভ্রমনকণ্যারা ঝালকাঠি পৌঁছান। যেখানে গাবখান সেতু, জমিদার বাড়িসহ অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুড়ে দেখেন। ৩১ আগস্ট তারা স্কুটির চাকা ঘুরিয়ে বরিশাল পৌঁছে উজিরপুরের সাতলা-আগৈলঝাড়ার বাঘদা এলাকার শাপলার বিল ঘুরে দেখেন এবং ১ সেপ্টেম্বর হালিমা খাতুন উচ্চ বিদ্যালয়ের মেয়েদের সাথে আলোচনা সভা কেরেন। সভাশেষে মাদারীপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। যেখানকার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে ২ সেপ্টেম্বর শরীয়তপুর হয়ে সন্ধ্যায় ঢাকায় ফিরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে পঞ্চম পর্বের সমাপ্তি করবেন তারা। ভ্রমণকারী দলে রয়েছেন ট্রাভেলেটস অফ বাংলাদেশ-ভ্রমনকন্যার প্রতিষ্ঠাতা ও ডাঃ সাকিয়া হক, প্রতিষ্ঠাতা ও ডাঃ মানসী সাহা তুলি, ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগর এলাকার মাঝিকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস শুভা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী শামসুন নাহার সুমা ও ঢাকার বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মুশফিকা রহমান নিঝুম। তবে মুশফিকা রহমান নিঝুম শধু পটুয়াখালী ও বরগুনার কর্মসূচীতে উপস্থিত ছিলেন।




Archives
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
Image
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
Image
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম : রিউমর স্ক্যানার