বেসরকারী এই বিশ্ববিদ্যালয়ে ৭ শত ৫০ জন ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষা গ্রহন করছেন
বরিশাল গ্লোবাল ভিলেজ বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কনফারেন্স অনুষ্ঠিত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি গ্লোবাল ভিলেজ (ইউজিভি),বরিশালের আয়োজনে বিশ্বদ্যিালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার কনফারেন্স।আজ (১৯-১১-১৭) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান ড. মোঃ ইমরান চৌধুরীর সভাপতিত্বে অনষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউজিভির উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম খান।উক্ত অনুষ্ঠানে প্যানেল স্পিকার হিসাবে ক্যারিয়ারের বিভিন্ন বিষয় তুলে ধরেন (ডিরেক্টর,ডেল,ইউএসএ) মাহাদী উজ্জামান,সিইও,বিডিজবস ডট কম লিঃ),এ.কে.এম ফাহিম মাসরুর, বাংলাদেশ ইনোভেশন ফোরা সভাপতি আরিফুল ইসলাম অপু,ডিভাইন আইটি লিঃ) সভাপতি ইকবাল আহম্মেদ এফ. হাসান।এসময় আরো উপস্থিত ছিলেন,বিভিন্ন প্যানেল স্পিকার বৃন্দ।উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া সহ তিনি বলেন,বাস্তব জীবনের শিক্ষা ও অভিজ্ঞাতা অর্জন করা জ্ঞান কাজে লাগিয়ে কিভাবে নিজ থেকে কর্মসংস্থান সৃস্টি করে চাকরীর বাজার সম্প্রসারিত করা যায়।স্বীয় দক্ষতা কাজে লাগিয়ে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত হওয়া যায় সেদিকে লক্ষ রেখে শিক্ষাকে কাজে লাগাবার আহবান জানান।২০১৬ সালে বরিশাল নগরীর সিএন্ডবি সড়কে ইউনিভার্সিটি অব গ্লোল ভিলেজ (ইউজিভি) যাত্রা শুরু করে বর্তমানে বেসরকারী এই বিশ্ববিদ্যালয়ে ৭ শত ৫০ জন ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষা গ্রহন করছেন।