দায়িত্ব পালনকালিন সময় বিভিন্ন কারনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আওলাদ হোসেন’র বদলী
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অবশেষে বদলি হলেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) শাহ মু. আওলাদ হোসেন মামুন। বুধবার পুলিশ সদর দপ্তর থেকে দেয়া এক আদেশে তাকে খুলনা রেঞ্জে বদলী করা হয়েছে বলে জানা গেছে। তবে নতুন করে কোতয়ালী থানায় কোন ওসি’র দায়িত্ব দেয়া হয়নি। অবশ্য ওসি শাহ মো. আওলাদ এর বদলীর লিখিত আদেশ থানায় এখনো পৌঁছেনি বলে জানিয়েছে থানার দায়িত্বশীল সূত্র। দীর্ঘ দিন ধরেই বরিশাল কোতয়ালী মডেল থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করে আসছে শাহ মো. আওলাদ হোসেন। দায়িত্ব পালনকালিন সময় বিভিন্ন কারনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি। অবশেষে ওসি শাহ মো. আওলাদ হোসেনকে বদলী হতে হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে। থানার সেকেন্ড অফিসার এস আই সত্য রঞ্জন খাসকেল বলেন, বদলীর বিষয়টি মুখে মুখে শুনেছি। তবে এখন পর্যন্ত দাপ্তরিক কোন চিঠি থানায় আসেনি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও ডিবি পুলিশের সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক জানান, শুনেছি ওসি আওলাদ হোসেনকে খুলনা রেঞ্জে বদলী করা হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত লিখিত কোন আদেশ পাইনি। বহস্পতিবার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।