শত বছরের পুকুরটি থেকে সিটি কর্পোরেশনের বছরে লক্ষাধিক টাকা রাজস্ব আদায়ের পথ সৃষ্টি হবে বলে দাবী স্থানীয় এলাকাবাসীর
বরিশাল কোতয়ালী মডেল থানার শতাধিক বছরের পুকুরটি পরিত্যক্ত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর কাঠপট্টি মডেল কোতয়ালী থানার শতাধিক বছরের পুকুরটি ময়লা আবর্জনা ও কচুরীপনায় ভরে যাওয়ার কারনে ব্যাবহারে অনপুযোগী হয়ে পড়ায় এলাকাবাসীসহ সংখ্যালঘুদের চরম দর্ভোগ পোহাতে হচ্ছে।পুকুরটি পরিবেশ এতই নোংরা হয়ে যাওয়ার কারনে এলাকার জন সাধারন ব্যাবহার করতে পারছে না।সেই সাথে উক্ত এলাকায় দেখা দিয়েছে চর্ম ও পানিবাহিত রোগ।পুকুরটি রক্ষা করা সহ ব্যাবহার করার দাবীতে এলাকাবাসীর স্বাক্ষরিত স্বারকলিপি সিটি মেয়র আহসান হাবীব কামালের নিকট দেয়া হয়েছে।সোমবার দুপুরে কাঠপট্রি এলাকাবাসীর পক্ষ থেকে শাহ আলম, হিরেন সিকদারসহ ২৫/৩০ জনের একটি দল নগর ভবনে গিয়ে মেয়রের নিকট স্বারকলিপি প্রদান করে।এর পূর্বে এর একটি কপি স্থানীয় ৯নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রসিদের কাছে দেয়া হলে তিনি জরুরী ভাবে পরিস্কার করার জন্য মেয়রের প্রতি সুপারিশ করেন।এলাকাবাসী ও স্থানীয় ব্যাবসায়ীরা জানান নগরীর কাটপট্রি এলাকার ৮ ও ৯নং দুটি ওয়ার্ডের মহিলা-পুরুষসহ কয়কশত সংক্ষালঘু পরিবার বছরের পর বছর ধরে পূজা থেকে শুরু করে সাংসারিক কাজে পুকুরের পানি ব্যবহার করে আসছিল।পুকুরটির পরিবেশ ছিল মুক্ত।বেশ কয়েক বছর ধরে পুকুরটি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছ থেকে কোতয়ালী মডেল থানার হেফাজতে চলে যাওয়ার কারনে শত বছরের পুকুরটি অভিভাবকহীন হয়ে পড়েছে।বর্তমানে পুকুরটিতে কচুরীপানায় ভরে গেছে।সেই সাথে পুকুরের চারপাশে ময়লা আবর্জনা ফেলবার কারনে চারদিকে দূর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে।ঝোপ জংগলের কারনে সাপ ও মশার উপদ্রব বেড়ে গেছে।ইতিপূর্বে স্থানীয় সংক্ষালঘু পরিবারগুলো তাদের বিভিন্ন পুজার কাজের জন্য ব্যাবহার করতেন এখন পুকুরের যা অবস্থা সৃষ্টি হয়েছে ব্যাবহার করাতো দুরের কথা পুকুরের দিকে ফিরেও তাকায় না।এলাকাবাসীর দাবী অভিলম্বে পুকুরটি পরিস্কার-পরিচ্ছন্নতা করে এলাকাবাসীকে একটি সুন্দর মুক্ত পরিবেশ ফিরিয়ে দেয়ার জন্য সিটি মেয়র আহসান হাবীব কামালের নিকট দাবী জানান।পাশাপাশি শত বছরের পুকুরটি থেকে সিটি কর্পোরেশনের বছরে লক্ষাধিক টাকা রাজস্ব আদায়ের পথ সৃষ্টি হবে বলে দাবী স্থানীয় এলাকাবাসীর।