বৃহস্পতিবার দুপুরে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত, পাশাপাশি অভিযোগ তদন্তও করা হচ্ছে
বরিশাল কোতয়ালি মডেল থানার এসআই বাদশা ক্লোজড
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারী আসলাম খানকে বেধম মারধর করার অভিযোগে কোতয়ালি মডেল থানার এসআই খালেকুল বাদশাকে ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারি কমিশনার (এসি) নাসির উদ্দিন মল্লিক এ ঘটনা স্বীকার করেছেন। জানা গেছে, গত মঙ্গলবার রাতে নগরীর ফজলুল হক এ্যাভিনিউ এলাকায় মেসের সামনে দাড়িয়ে মোবাইল ফোনে আলাপচারিতা করছিলেন আদালতের কর্মচারী আসলাম খান। আকস্মিক কোতয়ালী মডেল থানার এসআই খালেকুল বাদশার নেতৃত্বে একদল কনস্টেবল এসে তাকে তল্লাশির চেষ্টা করে। আসলাম নিজেকে আদালতের এমএলএসএস পরিচয় দিলে পুলিশ কর্মকর্তার সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে বেধম মারধর করে পুলিশ সদস্যরা। তাকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার শিকার আসলাম খান ওই ঘটনার প্রেক্ষিতে পরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে লিখিত অভিযোগ দেন। মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র নাসির উদ্দিন মল্লিক বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে তাকে কোতয়ালী থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইন্স এ সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার মোশারফ হোসেন। পাশাপাশি অভিযোগ তদন্তও করা হচ্ছে।