কারারক্ষীদের ব্যারাকে এক রক্ষীর বিছানার নিচ থেকে আধা কেজি পরিমাণ গাজা উদ্ধার
বরিশাল কারাগারের ৪ রক্ষী বরখাস্ত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল কেন্দ্রীয় কারাগারে মাদক ব্যবসা সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। সোমবার (২৬ মার্চ) দুপুরে ভারপ্রাপ্ত জেল সুপার ও অতিরিক্ত জেলা ম্যােিজস্ট্রট মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৩ মার্চ কারাগারে কারারক্ষীদের ব্যারাকে এক রক্ষীর বিছানার নিচ থেকে আধা কেজি পরিমাণ গাজা উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে নবাগত রক্ষী সোহেল, রাজীব, রাজু ও শামীমকে শনাক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় আইনে মামলা দায়ের করা হয়েছে।