Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ২৫, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল কর অঞ্চল বৈশাখী হাল খাতায় বকেয়া রাজস্ব এসেছে ১ কোটি ৫৫ লক্ষ টাকা 
Monday April 16, 2018 , 8:58 pm
Print this E-mail this

সর্বাধিক রাজস্ব কর এসেছে বরিশাল সার্কেল (২) থেকে পাওয়া গেছে ৪৪ লক্ষ ৯০ হাজার ৫ শত ১৭ টাকা

বরিশাল কর অঞ্চল বৈশাখী হাল খাতায় বকেয়া রাজস্ব এসেছে ১ কোটি ৫৫ লক্ষ টাকা


নিজস্ব প্রতিবেদক : বরিশাল কর অঞ্চল প্রধান কার্যলয় নতুন ১৪২৫ বাংলা বছরকে স্বাগত জানিয়ে বৈশাখী উৎসব ও বকেয়া রাজস্ব আদায়ে হালখাতা আয়োজন অনুষ্ঠানের মাধ্যমে বরিশাল ১০টি সার্কেল সহ বিভাগের অপর ৫ জেলার কর সার্কেল কার্যালয়ের মাধ্যমে ৩ শতাধিক বকেয়া করদাতাদের কাছ থেকে রাজস্ব কর আদায়ে হয়েছে ১ কোটি ৫৫ লক্ষ টাকা। এর মধ্যে সর্বাধিক রাজস্ব কর এসেছে উপ-কর কমিশনার আবুল কালাম আজাদের তত্ত্বাবধায়নের থাকা সার্কেল (২) থেকে এসেছে ৪৪ লক্ষ ৯০ হাজার ৫ শত ১৭ টাকা। উপ কর কমিশনার আবুল কালাম আজাদ বলেন, তারা এবার কর অঞ্চল কার্যলয় লাচিন ভবনে প্রতি বছরের ন্যায় এবারো করদাতাদের জন্য আয়োজন করা হয়েছে রাজস্ব হাল খাতা ও বৈশাখী উৎসব। রোববার সকালে ফিতা কেটে হাল খাতার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, বরিশাল কর অঞ্চল প্রধান মোঃ মকবুল হোসেন পাইক। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত কর কমিশনার আবুল কালাম আজাদ,উপ কর কমিশনার আবুল কালাম আজাদ,উপ কর কমিশনার সদর (প্রয়োগিক) আনন্দ কুমার সাহা,উপ কর কমিশনার বিদ্যুৎ সিকদার সহ কর অঞ্চল কার্যলয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। তিনি বলেন, সকাল থেকেই লাচিন ভবন কর অফিস কার্যলয়ে বরিশাল জেলার ১০টি সার্কেলের আওতাধীন করদাতারা নিজ নিজ ভাবে এসে তাদের বকেয়া কর পরিশোধ করে নিজেকে একজন সুস্থ ও সুন্দর মনের নাগরীকের পরিচয় তুলে ধরেছেন। বৈশাখী রাজস্ব হাল খাতার মাধ্যমে ১০টি সার্কেল থেকে বকেয়া কর রাজস্ব এসেছে ১কোটি ২ লক্ষ ৩৮ হাজার ৫ শত ৭০ টাকা। এর ভিতর সর্বাধিক রাজস্ব কর এসেছে বরিশাল সার্কেল (২) থেকে পাওয়া গেছে ৪৪ লক্ষ ৯০ হাজার ৫ শত ১৭ টাকা। এছাড়া বিভাগের ভোলা,পটুয়াখালী,পিরোজপুর,বরগুনা ও ঝালকাঠী কর সার্কেল থেকে বকেয়া কর রাজস্ব এসেছে ৫৩ লক্ষ ৬৪ হাজার ৫ শত ৪৭ টাকা। বরিশাল কর অঞ্চল কার্যালয় লাচিন ভবন প্রাঙ্গনে কর্মকর্তারা শুধু বকেয়া কর আদায় করেননি, তারা করদাতাদের জন্য আয়োজন করেছেন বৈশাখী আপ্যায়ন, উপহার প্রদান করা সহ নব বর্ষের আনন্দকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।




Archives
Image
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে : ড. ইউনূস
Image
বরিশালে ছিনতাই মামলায় ছাত্রদল নেতা কারাগারে
Image
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বরিশালে কঠোর অবস্থানে বিআরটিএ
Image
ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুন আর নেই
Image
সচিবালয় এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০