প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী
Sunday February 11, 2024 , 3:41 pm
চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, পুলিশ কমিশনার জিহাদুল কবির
বরিশাল কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী
মুক্তখবর খেলাধুলা ডেস্ক : বরিশাল মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মেট্রোপলিটনের বন্দর থানা কম্পাউন্ডে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির। মহানগরীর সকল থানা এলাকায় পৃথক ভেন্যুতে আয়োজিত এই টুর্নামেন্টে কোতয়ালি মডেল থানা এলাকার ৩৮টি টিম, বন্দর থানা এলাকার ৩৬ টি, কাউনিয়া থানা এলাকার ২৪টি এবং বিমানবন্দর থানা এলাকার ৪৫টিসহ মোট ১৪৩টি টিম অংশগ্রহণ করে। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার জিহাদুল কবির। এসময় উপস্থিত ছিলেন-পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা, অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম এবং বরিশাল মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ।