Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ২৫, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল আদালত পরিদর্শন করলেন বিচারপতি জিয়াউল করিম 
Monday September 11, 2017 , 8:39 pm
Print this E-mail this

আদালতের বিচারকের পাশে বসে তিনি বিচার কার্যক্রম দেখেন ও শোনেন

বরিশাল আদালত পরিদর্শন করলেন বিচারপতি জিয়াউল করিম


স্টাফ রিপোর্টার : সপ্তাহব্যাপী বরিশালের আদালত তদারকির ১ম দিন অতিবাহিত করেছেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জিয়াউল করিম।সপ্তাহের ১ম দিন রোববার থেকে শুরু করে সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার পর্যন্ত তিনি বরিশালের আদালত পরিদর্শন করবেন।আদালত সূত্র জানায়,বিচারপতি জিয়াউল করিম ১ম দিনে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন বিচারাধীন আদালত,১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুদীপ্ত দাস বিচারাধীন আদালত,২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রকিবুল ইসলাম বিচারাধীন আদালত,১ম যুগ্ম দায়রা জজ আব্দুল হামিদ বিচারাধীন আদালত,২য় যুগ্ম দায়রা জজ আশরাফুল ইসলাম বিচারাধীন আদালত,৩য় যুগ্ম দায়রা জজ এস এম আশিকুর রহমান বিচারাধীন আদালত,৪র্থ যুগ্ম দায়রা জজ মাসুম বিল্লাহ বিচারাধীন আদালত এবং সিনিয়র সহকারী জজ হাদিউজ্জামান বিচারাধীন সদর আদালত পরিদর্শন করেন।এ সময় তিনি এসব সংশ্লিষ্ট আদালতের বিচারকের পাশে বসে বিচার কার্যক্রম দেখেন ও শোনেন।এছাড়া বিভিন্ন আদালতের নথিপত্র পর্যালোচনা করেন।১ম দিনের পরিদর্শনে বরিশালের আদালতের কার্যক্রমে অসন্তোষ কিছু পাওয়া যায়নি।এজন্যে বিচারপতি সন্তোষ প্রকাশ করেন বলে জানান বিচারপতির পিও গোলাম সরোয়ার।এভাবে তিনি প্রতিদিন বরিশালের জেলা ও দায়রা জজ আদালত ও তার অধীনস্ত আদালতসমূহ,চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও তার অধীনস্ত আদালতসমূহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল,বিভাগীয় বিশেষ জজ আদালত,দ্রুত বিচার আদালত ও ট্রাইব্যুনাল,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও তার অধীনস্ত আদালতসমূহ পরিদর্শন ও তদারকি করবেন।বিচারপতির আদালত পরিদর্শন কাজে সহযোগীতা করছেন হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার আব্দুল ওয়াদুদ,সহকারী বেঞ্চ অফিসার আশরাফ উল আলম ও পি ও গোলাম সরোয়ার।




Archives
Image
জীবিত অবস্থায় জাতীয় পুরস্কার দিতে চায় সরকার : প্রধান উপদেষ্টা
Image
জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : স্বরাষ্ট্রসচিব
Image
অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টা করা ৫ পুলিশ বরখাস্ত
Image
মার্কা দেখে নয়, মানুষ কাজ দেখে ভোট দেবে : সারজিস আলম
Image
হার্ট অ্যাটাক করেছেন তামিম, আছেন লাইফ সাপোর্টে