Current Bangladesh Time
বুধবার জুলাই ১৬, ২০২৫ ২:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব 
Sunday October 8, 2017 , 6:00 pm
Print this E-mail this

ছাত্রলীগের দু’গ্রুপে রক্তপাতের আশঙ্কা

বরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব


স্টাফ রিপোর্টার : সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে বরিশাল ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলোজি (আই,এইচ,টি)-তে চলছে উদ্বেকজনক পরিস্থিতি।গত কয়েকদিন ধরে কলেজ ছাত্রলীগের কিছু কথিত নেতারা ছাত্রবাসে থাকা জুনিয়রদের হুমকি এবং মারধর করে আসসে।অভিযুক্ত এ সকল নেতাদের বিরুদ্ধে রয়েছে মাদক,ইভটিজিং সহ নানা অভিযোগ।এদের মধ্যে রয়েছে কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আসলাম অনুসারী তৃতীয় বর্ষের নাছিম,শরীফ,তানভীর,রকি,শুভ,নুনিজল এবং আরো কিছু সহযোগী।জানা যায়,গত শুক্রবার রাত ১০ টার দিকে এ সকল কথিত নেতারা কলেজের ৩০-৩৫ জন সাধারন জুনিয়র শিক্ষার্থীদের উপর চড়াও হয় এবং বেধরক হামলা চালায় এবং হোষ্টেল ত্যাগের জন্য হুমকি দেয়।নাম প্রকাশে অনিচ্ছুক হামলায় আহত ডেন্টাল অনুষদের এক ছাত্র বলেন,নামমাত্র অভিযোগ দিয়ে প্রতিদিন মিটিং ডেকে শাসায় সিনিয়রা এবং বলে এসকল কথা না মানলে হোষ্টেল ছেড়ে দিতে।তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়তে আশা এ সকল শিক্ষার্থীরা ভয়ে মুখ খুলতে নারাজ।গত কয়েকদিন আগেও রাহাত নামের ১ম বর্ষের এক শিক্ষার্থীর উপর হামলায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং তারই শোধ নিতে বাকি জুনিয়রদের উপর ও এবার চড়াও হয়েছে সংঘবদ্ধ এই মাদক চক্র।আরেকটি সূত্র জানায়,কিছুদিন পর কলেজে নতুন ব্যাচ আসবে তাদের কাছে আসন বিক্রি করার জন্য চাপ প্রয়োগ করে জুনিয়রদের হোষ্টেল থেকে নামানোর পায়তারা চলছে বলে জানায় সূত্রটি।এ ব্যাপারে অভিযুক্ত কথিত ছাত্রলীগ নেতাদের বক্তব্য গ্রহন সম্ভব হয়নি।তবে গত শুক্রবার রাতে কিছুটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সত্যতা স্বীকার করে বরিশাল বরিশাল ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলোজি’র অধ্যক্ষ ডা. জাফর আলী খান।তিনি বলেন,হোষ্টেল ছাড়ার বিষয়ে যদি কোন ছাত্র চাপ প্রয়োগ করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।




Archives
Image
বাংলাদেশকে নতুন করে গড়ার জন্যই জুলাই গণঅভ্যুত্থান : ভোলায় নাহিদ
Image
বরিশালে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা
Image
আর্থিক খাতে সরকারের পদক্ষেপ, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের প্রশংসা
Image
প্রাথমিকের ৩২ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ
Image
মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে