|
আন্তর্জাতিক পুরস্কার জিতলেন বরিশালের নাঈমুল
বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের এস এম নাঈমুল ইসলাম সম্মানসূচক ‘মেরিট’ পুরস্কার যা ‘অনারেবল মেনশন’ পুরস্কার জিতেছেন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত ৫৮তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা হয়েছে বাংলাদেশ। দুটি রৌপ্যপদক, দুটি ব্রোঞ্জপদক ও দুটি সম্মানজনক স্বীকৃতি এবং ১১১ নম্বর নিয়ে ১১১টি দেশের মধ্যে ২৬তম স্থান দখল করে নিয়েছে বাংলাদেশ। ১ নম্বরের জন্য স্বর্ণপদক থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশের আসিফ-এ-ইলাহী। অন্যদিকে বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের এস এম নাঈমুল ইসলাম ১৪ নম্বর পেয়ে সম্মানসূচক ‘মেরিট’ পুরস্কার, যা ‘অনারেবল মেনশন’ পুরস্কার জিতেছেন। ফলাফলে দেখা গেছে, বাংলাদেশের আসিফ-ই-এলাহী (এমসি কলেজ, সিলেট) ২৪ ও আহমেদ জাওয়াদ চৌধুরী (ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম) ২৩ নম্বর পেয়ে রৌপ্যপদক পেয়েছে। রাহুল সাহা (ঢাকা কলেজ) ১৮ ও তামজিদ মোর্শেদ রুবাব (নটর ডেম কলেজ) ১৭ নম্বর পেয়ে পেয়েছে ব্রোঞ্জপদক। দেশের অন্য দুজন সাব্বির রহমান (নটর ডেম কলেজ) ১৫ ও এস এম নাঈমুল ইসলাম (অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল) ১৪ নম্বর পেয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, সোনা হাতছাড়া করা এক অর্থে কষ্টকর। কিন্তু আমাদের ফলাফলে আমি অখুশী নই। আমি আমাদের বিডিএমও টিমকে নিয়ে গর্বিত। আমাদের টিমের প্রতিটি দলকে হারানো ও র্যাঙ্কিংয়ে ৮ ধাপ উন্নতি নিশ্চয়ই অনেক মজার। দক্ষিণ কোরিয়া ১৭০ নম্বর পেয়ে শীর্ষস্থানে উঠে এসেছে। চীন ও ভিয়েতনাম রয়েছে এর পরের দুটি স্থানে। শনিবার রাতে পদক বিতরণের মাধ্যমে শেষ হবে এবারের অলিম্পিয়াড।
Post Views:
০
|
|