|
কৃষি কর্মকতাদের আন্তরিকতায় এঅঞ্চলে কৃষিখাতে ব্যাপক সাফল্য এসেছে – ড.বীরেশ কুমার গোস্বামী
বরিশাল অঞ্চলে বিনা জাতের ফলন বৃদ্ধি করার লক্ষে দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল অঞ্চলে “বিনা উদ্ভাবিত সম্প্রসারণযোগ্য প্রযুক্তিসমূহের পরিচিতি সম্প্রসারণ কৌশল ও চাষাবাদ প্রদ্বতি” শীর্ষক দিনব্যাপি এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার নগরীর বগুড়ারোডস্থ খামার বাড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ডিডি প্রশিক্ষন হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বরিশাল কৃষি সম্প্রসারন অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক, ডিএই, কৃষিবিদ মো. ওমর আলী শেখ এর সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহাপরিচালক, বিনা ময়মনসিং ড. বিরেশ কুমার গোস্বামী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিচালক প্রশিক্ষন ও পরিকল্পনা বিনা ময়মনসিং ড.মোঃ জাহাঙ্গীর আলম। এসময় আরো উপস্থিত ছিলেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মির্জা মোসাদুল ইসলাম ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুল মালেক। প্রশিক্ষন কর্মশালায় অংশ নেয়া কৃষি কর্মকর্তারা বলেন বরিশাল অঞ্চলে বিনা ধান, সরিষা, মুগডাল, তিল ও লেবুর বীজের চাহিদা থাকা সত্বেও তারা ঠিকমত না পাওয়ার কারনে কৃষি প্রদর্শন ও মাঠ দিবস করা হচ্ছে না। কৃষি কর্মকর্তারা মহাপরিচালকের প্রতি আহবান জানিয়ে বলেন বীজ সরবরাহের পাশাপাশি কৃষকদের প্রশিক্ষনের ব্যাবস্থা করা হলে এঅঞ্চল থেকে বিনা জাতের ভাল ফলন উৎপাদন করা সম্ভব হবে। প্রধান অতিথি মহাপরিচালক ড.বীরেশ কুমার গোস্বামী বলেন বরিশাল অঞ্চলের কৃষি কর্মকতাদের আন্তরিকতায় এঅঞ্চলে কৃষিখাতে ব্যাপক সাফল্য এসেছে। তিনি আরো বলেন বরিশাল অঞ্চলকে নতুন করে শস্য ভান্ডার বাড়াতে হবে। এছাড়া বিনা নতুন জাতের বীজ কৃষকদের মাঝে সরবরাহ করার সাথে সাথে বীজ প্রদর্শন করার আহবান জানান। তিনি শিঘ্রই প্রশিক্ষনের ব্যাবস্থা করবেন বলে কৃষি কর্মকর্তাদের আশ্বাস দেন। কর্মশালায় বরিশাল অঞ্চলের ৬ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে ৫১ জন কৃষি কর্মকর্তা অংশ গ্রহন করে।
Post Views:
১,৯৮০
|
|