মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে দায়ের করা মামলায় ৮ যৌনকর্মীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ শামীম আহম্মেদ এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলো ঢাকা জুরাইন এলাকার আয়নাল হকের মেয়ে আকলিমা, নগরীর কাউনিয়া এলাকার হোসেন গাজীর মেয়ে সুমি, নারায়নগঞ্জের মোঃ মুসলিমের মেয়ে শারমিন, কুমিল্লার সিরাজুল ইসলামের মেয়ে রুমা, নগরীর কাউনিয়া সায়েবাদের জাহাঙ্গিরের মেয়ে কাজল, বন্দর থানাধীন পতাং এলাকার নুরুল ইসলামের ছেলে সাইদুল, বানারীপাড়া নাজিরপুরের ইলিয়াস সরকারের মেয়ে তানিয়া ও ময়মনসিংহের রফিকের স্ত্রী লিজা। আদালত সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারী কোতোয়ালী মডেল থানার এএসআই দিদারুল ইসলাম তার সঙ্গীয় দল নিয়ে নগরীর পোর্ট রোডের আবাসিক হোটেল সিভিউতে অভিযান চালায়। এসময় দলটি অসামাজিক কার্যে লিপ্ত থাকার অভিযোগে ওই ৮ যৌন কর্মীকে গ্রেফতার করে। পর তাদেরকে বিএমপি অধ্যাদেশের ৭৭ ধারায় মামলা দায়ের করে আদালতে সোর্পদ করলে বিচারক ৮ যৌনকর্মীকে দোষ স্বীকারের ভিত্তিতে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নিদের্শ দেন।