মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভেজালবিরোধী অভিযানে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বরিশাল নগরের বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। নগরের রুপাতালী বাসস্ট্যান্ড এলাকার মেসার্স ভোজন বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, রুপাতলী হাউজিং কাঁচাবাজারের মেসার্স তালুকদার স্টোরকে ২ হাজার টাকা, রুপাতলী এলাকার মেসার্স জননী কসমেটিকসকে ২ হাজার টাকা, বটতলা বাজারের মেসার্স আমিন ব্রাদার্সকে ২ হাজার টাকা, মেসার্স জামান স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স আকন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও মেসার্স হাট সুপার সপকে ৮ হাজার টাকসহ মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইনভেস্টিগেশন) মো. জহুরুল ইসলাম হাওলাদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও মো. শাহ্ শোয়াইব মিয়া উপস্থিত ছিলেন।