ডেসটিনি নামক একটি প্রতিষ্ঠানকে ২৫ তলা ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে বিসিসি
বরিশালে ৭ তলার ওপরে ভবন নির্মাণ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে ৭ তলার ওপরে ভবন নির্মাণে অনুমোদন দিতে পারবে না বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। স্থানীয় সরকার মন্ত্রাণালয় থেকে এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সাত তলার ঊর্ধ্বে ভবন নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মালিককে মন্ত্রণালয় থেকে অনুমোদন আনতে হবে। বিসিসি’র দায়িত্বশীল সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। বরিশাল নগর ভবনের প্ল্যান সহকারী মো. খাইরুল হাসান জানান, ৭ তলার ঊর্ধ্বে ভবন নির্মাণের অনুমোদনের ওপর নিষেধাজ্ঞা আরোপে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি গত বুধবার নগর ভবনে পৌঁছেছে। এরপর ওই নিষেধাজ্ঞার তথ্য জানিয়ে প্ল্যান শাখার সামনে ঝুলিয়ে দেয়া হয়েছে। তিনি আরও জানান, সাততলার ঊর্ধ্বে ভবন নির্মাণের অনুমোদন চেয়ে বর্তমানে প্ল্যান শাখায় ৩০টি আবেদন রয়েছে। ওই আবেদনকারীদের এখন মন্ত্রণালয় থেকে অনুমোদন আনতে হবে। বিসিসি সূত্রে জানা গেছে, ২০১৬ সালে নগরীতে ১ হাজার ৫০টি ৫ তলা থেকে ৮ তলা ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। ৮ তলা থেকে ১০ তলা ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে ৩০টি এবং মেডিনোভা নামক একটি প্রতিষ্ঠান ১২ তলা ভবন নির্মাণের অনুমোদন নিয়েছে। এছাড়া ২০১১ সালে ডেসটিনি নামক একটি প্রতিষ্ঠানকে ২৫ তলা ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে বিসিসি। যদিও ডেসটিনির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ওই ভবন নির্মাণ অনিশ্চিত হয়ে যায়। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওহায়েদুজ্জামান জানান, বরিশালসহ দেশের ৩টি সিটি কর্পোরেশন এলাকায় ৭ তলার ঊর্ধ্বে ভবন নির্মাণে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুমোদন নেয়ার বিধান করা হয়েছে। মন্ত্রণালয়ের গঠিত যাছাই-বাছাই কমিটি সবকিছু বিবেচনা করে ৭ তলার ঊর্ধ্বে ভবন নির্মাণের অনুমোদন দেবে।