Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ২৫, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৭২ বছরের পুরোনো মন্দিরের সম্পত্তি বিক্রি করলেন ডা: হেম শংকর 
Sunday October 7, 2018 , 12:57 pm
Print this E-mail this

কাগজপত্র দেখেও এই জমি দেবত্তোর সম্পত্তি বলে নিশ্চিত হয়েছি আমরা – সুরঞ্জিৎ দত্ত লিটু

বরিশালে ৭২ বছরের পুরোনো মন্দিরের সম্পত্তি বিক্রি করলেন ডা: হেম শংকর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভুয়া দলিলের মাধ্যমে ৭২ বছরের পুরোনো মন্দিরের দেবত্তোর সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়েছে। এতে করে বেশ বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বরিশাল জুড়ে। তাছাড়া দেবত্তোর সম্পত্তি বিক্রি করার ফলে একটি মামলাও দায়ের করা হয়েছে বরিশাল ১ম যুগ্ম জেলা জজ আদালতে। পাশাপাশি এই ঘটনায় প্রতিবাদকারীদের নানা ধরণের হুমকি ধামকি দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, প্রতিবছর সরকারি অনুদান ও সহায়তায় সাড়ম্বরে বরিশাল নগরীর অমৃত লাল দে সড়কের বরিশাল জেনারেল হাসপাতালের বিপরীত পাশে শ্রীশ্রী দুর্গা মন্দিরে দুর্গা পূজা ও কালী পূজা অনুষ্ঠিত হতো। দুর্গারানী নামের এক নারী শ্রী শ্রী দুর্গামাতা ঠাকুরানীর নামে ৯.৯ শতাংশ জমি মন্দিরের নামে দান করেন। ১৯৪৬ সালে পরিক্ষীত চন্দ্র বিশ্বাস রেজিস্ট্রি দলিলের মাধ্যমে জমিটি দুর্গামাতার নামে দেবত্তোর করেন। পরীক্ষিত চন্দ্র বিশ্বাস উইলে উল্লেখ করেন, যদি এই ম্যানেজিং সেবাইতরা কোনোভাবে এই সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয় তবে বাংলাদেশের যেকোনো সনাতন ধর্মাবলম্বী সেবাইত হিসেবে নিযুক্ত হতে পারবেন। এই মন্দির ও সম্পত্তি রক্ষার জন্য এবং এর যাবতীয় ব্যয়ভার বহন করার জন্য তার অন্য সম্পত্তিকে ব্যবহার করা যাবে। কিন্তু কখনোই এই সম্পত্তি বিক্রি করা যাবে না। পরিক্ষীত চন্দ্র বিশ্বাস দেবী দুর্গার একটি মন্দির সেখানে প্রতিষ্ঠা করেন এবং সেবাইত হিসেবে তার ছেলে হেম শংকর বিশ্বাস, বিমল শংকর বিশ্বাস এবং স্ত্রী কমল কামীনিকে নিযুক্ত করেন। এছাড়া মন্দিরটির পাশেই তাদের থাকার জন্য একটি ঘর নির্মান করে দেওয়া হয়। সেবাইত হিসেবে নিযুক্ত হওয়ার পর হেম শংকর বিশ্বাস মন্দিরের পাশেই প্রতিনিয়ত রোগী দেখতেন। এছাড়া বিমল শংকর বিশ্বাস ও কমল কামীনির মৃত্যুর পর এই মন্দিরের পুরোপুরি দায়িত্বে থাকেন হেম শংকর বিশ্বাস। ১৯৯১ সালের ৯ জানুয়ারী ডা: হেম শংকর বিশ্বাস আর এস খতিয়ানে উল্লেখিত দেবোত্তর জমিতে নতুন এসএ খতিয়ান সৃষ্টি করে তার স্ত্রী বাসন্তী বিশ্বাসকে দান করেন, যা দেবত্তোর সম্পত্তি রক্ষা আইনে সম্পূর্ন বেআইনি এবং তা ব্যক্তি সম্পত্তিতে পরিণত করার কোনো এখতিয়ার কারোই নেই। সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাস জানান, অবৈধ পরিপন্থার মাধ্যমে ডা: হেম শংকর বিশ্বাসের ছেলেরা ও স্ত্রী ভুয়া দলিল এবং কাগজ পত্রের মাধ্যমে ১৮ জুলাই এই জমি প্রবাসী মহিউদ্দিনের কাছে বিক্রি করে দিয়ে আত্মগোপনে চলে যায়। এই ঘটনায় বরিশাল আদালতে একটি মামলাও দায়ের করা হয়, যেটা চলমান রয়েছে। তাছাড়া এই জমি বিক্রির প্রতিবাদে মন্দিরের সামনেই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। এদিকে জানা গেছে, মন্দিরের জমি বিক্রি করার প্রতিবাদকারীদের নানা ভাবে হুমকি ধামকিও দেয়া হচ্ছে। জমি বিক্রি করার মামলার ৩নং বাদী প্রদীপ কুমার পাল এই ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। স্থানীয়রা জানান, দেবত্তোর সম্পত্তি নিয়ে যে সরকারের আইন রয়েছে, তা সঠিক ভাবে প্রয়োগ হচ্ছে না। যদি তা করা হতো তাহলে এই জমি দখল বা বিক্রি করার সাহস থাকতো না। পাশাপাশি এখানের জমি যারা বিক্রি করেছেন তারা কয়েকজন বিপথগামী হিন্দু নেতা ও মন্দির বিরোধী কয়েকজন লোককে টাকা পয়সা দিয়ে নিজেদের বাগে নিয়ে নিয়েছেন, যা নিয়ে বরিশালে কানাঘুষাও চলছে। তাছাড়া স্থানীয় কাউন্সিলরকেও গুছ প্রক্রিয়ায় থামিয়ে দেয়া হয়েছে বলে স্থানীয়রা জানান। এই বিষয়ে আলাপকালে এক আওয়ামী লীগ নেতাও বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করে জানান, এই মন্দিরের এখানে যাতে না থাকে এর জন্য সাম্প্রদায়িক এক গোষ্ঠিও কাজ করছে। এর মধ্যে কয়েকজন ওই মন্দিরের আশে পাশের বাসিন্দা। এই বিষয়ে জমি বিক্রি করা এবং দায়ের করা মামলার বিবাদী হিমাংশু শংকর বিশ্বাস জানান, যে জমি বিক্রি করা হয়েছে সেটা দেবত্তোর নয়। আমাদের পারিবারিক সম্পত্তি। আর এছাড়া মন্দিরের জমি রেখেই বাকিগুলো বিক্রি করা হয়েছে। পাশাপাশি যারা মামলা করেছেন তাদের সাথে আমাদের ব্যক্তি দ্বন্দ রয়েছে। সেখান থেকেই এই ইস্যুর সৃষ্টি হয়েছে। বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু জানান, শুক্রবার মহানগর পূজা উদযাপন পরিষদের একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সর্বসম্মতিক্রমে জমি বিক্রয়কারীদের ৫ দিনের সময় দেয়া হয়েছে তাদের কাগজপত্র নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য। এরপরও তারা যদি এই বিষয়ে সমাধানে না আসে তাহলে মহানগর পূজা উদযাপন পরিষদ এই মন্দিরের দায়িত্ব গ্রহণ করবেন। এই বিষয়ে একটি মামলা হয়েছে, সেই মামলায় আমরা সমর্থন জানিয়েছি। তাছাড়া কাগজপত্র দেখেও এই জমি দেবত্তোর সম্পত্তি বলে নিশ্চিত হয়েছি আমরা।




Archives
Image
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে : ড. ইউনূস
Image
বরিশালে ছিনতাই মামলায় ছাত্রদল নেতা কারাগারে
Image
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বরিশালে কঠোর অবস্থানে বিআরটিএ
Image
ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুন আর নেই
Image
সচিবালয় এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০