Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১১, ২০২৪ ৯:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৫ দিনের সিএসবি আইসিটি মেলা শুরু 
Friday January 12, 2018 , 7:57 pm
Print this E-mail this

মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০ টাকা

বরিশালে ৫ দিনের সিএসবি আইসিটি মেলা শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘নতুন বছর শুরু হোক প্রযুক্তির পথে’-এই স্লোগানে বরিশালে পাঁচদিন ব্যাপী ‘সিএসবি আইসিটি ফেয়ার ২০১৮’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় নগরের ফজলুল হক এ্যাভিনিউর কাকলীর মোড়স্থ সিএসবি কম্পিউটার মার্কেটে এ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। সিএসবি কম্পিউটার মার্কেটের ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠিত মেলায় ডিজিটাল প্রযুক্তিপণ্য সমৃদ্ধ তথ্য প্রযুক্তির দেশি-বিদেশি জনপ্রিয় ও সুপরিচিত প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পাঁচ দিনের এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সিএসবি কম্পিউটার মার্কেটের সভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতি বরিশাল শাখার চেয়ারম্যান সৈয়দ মো. রইচ উদ্দিন আতিক, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান চপল, সিএসবি আইসিটি ফেয়ারের এইচপি ও অ্যাসারের স্পন্সর প্রতিনিধি মো. খায়রুল ইসলাম, আসুস ও লেনোভোর স্পন্সর প্রতিনিধি মুশফিক মঈন, সিএসবি কম্পিউটার মার্কেটের ইউনিক কম্পিউটার সিস্টেমের স্বত্ত্বাধিকারী মো. আরিফ হাসানসহ মার্কেটের অন্যান্য প্রতিষ্ঠানের ব্যবসায়ী এবং বিভিন্ন কোম্পারির প্রতিনিধিরা। কম্পিউটার মেলায় কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পণ্যসামগ্রী, নেটওয়ার্ক ও ডাটা কমিউনিকেশন, টেলিকম সেবা ও পণ্যসামগ্রী, মাল্টিমিডিয়া, তথ্য প্রযুক্তি শিক্ষা উপকরন, ল্যাপটপ, পামটপসহ প্রযুক্তি ও পণ্যের হালনাগাদ সংস্করণ প্রদর্শীত হচ্ছে। মেলায় পণ্য ক্রয় মূল্যে সাশ্রয়ের পাশাপাশি পণ্যের সঙ্গে ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ উপহার। এদিকে মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখানো সাপেক্ষে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা রয়েছে। মেলার বিক্রিত টিকেট নিয়ে সমাপনী দিনে অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র। আর এতে থাকবে একটি ল্যাপটপসহ আকর্ষণীয় উপহার সামগ্রী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এছাড়াও ১৫ জানুয়ারি রাত ৮টায় সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলা শেষ হবে।

ছবি : বাংলানিউজ ২৪.কম




Archives
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
Image
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
Image
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম : রিউমর স্ক্যানার