দন্ডপ্রাপ্ত ৫ জেলের মধ্যে ৪ জনকে ১ বছর করে কারাদন্ড ও ১ জনকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান
বরিশালে ৫ জেলের জেল-জরিমানা
স্টাফ রিপোর্টার : নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে বরিশালে ৪ জেলেকে কারাদন্ড ও ১ জেলেকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।এছাড়া বয়স কম হওয়ায় ৫ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।শনিবার সকাল সাড়ে ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।তিনি জানান,দন্ডপ্রাপ্ত ৫ জেলের মধ্যে ৪ জনকে ১ বছর করে কারাদন্ড ও ১ জনকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।বিমল চন্দ্র দাস আরো জানান,বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মৎস অফিস,নৌ-পুলিশ ও কোষ্টগার্ডের সমন্বয়ে শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালানো হয়।যে অভিযানের নেতৃত্বে ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।এসময় জেলা মৎস কর্মকর্তা ড. তপন কুমার পালসহ মৎস বিভাগ,নৌ-পুলিশ ও কোষ্টগার্ডের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অভিযানে আটককৃতদের পাশাপাশি ১০ হাজার মিটার জাল,২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।এদিকে কোষ্টগার্ডের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ওই অভিযানে ১০ টি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়েছে।