Current Bangladesh Time
শনিবার নভেম্বর ২, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৫৮১ মন্দিরে দুর্গাপূজা, মৃৎশিল্পীদের ঘুম হারাম 
Sunday September 10, 2017 , 5:10 pm
Print this E-mail this

দশমী বিহিতপূজা সমাপনান্তে দেবীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে

বরিশালে ৫৮১ মন্দিরে দুর্গাপূজা, মৃৎশিল্পীদের ঘুম হারাম


স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।সারাদেশের অন্যসব স্থানের মতো বরিশালেও চলছে নানা ধরনের প্রস্তুতি ও আয়োজন।বিপদতারিণী দেবীকে বরণ করার জন্যই এমন বিপুল আয়োজন ও নিবেদনের ঘটা।বরিশাল শহর ও জেলার সব উপজেলার বেশিরভাগ মন্দিরেই পুরো দমে চলছে প্রতিমা তৈরির কাজ।একইসাথে মন্দিরের সাজসজ্জা, ধোয়া-মোছার কাজের পাশাপাশি তোরণ ও প্যান্ডেল নির্মাণের কাজও চলছে অনেক জায়গায়।তবে প্রতিমা তৈরির কারিগর মৃৎশিল্পীরা এখন অনেক ব্যস্ত সময় পার করছেন।তাদের দম ফেলারও ফুরসৎ মিলছে না এখন।বরিশাল শহরের জগন্নাথ-মন্দিরে দুর্গাপ্রতিমা তৈরি করছেন ভোলার মৃৎশিল্পী খোকন পাল।তিনি জানান, বরিশালে দুটিসহ মোট ১০টি প্রতিমা তৈরির কাজ হাতে নিয়েছেন।এসবের মধ্যে বরিশাল শহরের দুটি প্রতিমার কাজই মাঝামাঝি পর্যায়ে।তিনি আরো জানান, প্রতিবছর অন্যসব মন্দিরের থেকে একটু আলাদাভাবে সুন্দর প্রতিমা তৈরির চেষ্টা থাকে।আর সেই চেষ্টায় এবারে ৬ সহযোগী নিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।এদিকে এবারের দুর্গা পূজায় খরচের বহর অনেক বেড়েছে।এমনটাই অভিমত শহরের শংকরমঠ পূজা উদযাপন কমিটির।মন্দিরটির পূজা কমিটির সাধারণ সম্পাদক সবুজ দাস বলেন, আগের বছরগুলোর মত এবারও আমরা আমাদের মন্দিরকে শীর্ষস্থানে দেখতে চাই।এজন্যই খরচের বহর গতবছরের থেকে কয়েক গুণ বাড়ানো হয়েছে।বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপন কর জানান, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পূজার প্রস্তুতি বেশ জোরেসোরেই চলছে।প্রস্তুতিতেই মনে হচ্ছে উৎসবটা গোটা বরিশালবাসীর।তিনি জানান, এবারে বরিশাল মহানগরে ৩৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।এসবের মধ্যে ২৯টি সর্বজনীন, ৭টি ব্যক্তিগত এবং ১টি মানতের।অপরদিকে বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার চক্রবর্তী জানান, বরিশাল জেলায় ৫৪৪টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা।এসবের মধ্যে আগৈলঝাড়া উপজেলায় সবচাইতে বেশিসংখ্যক অর্থাৎ ১৩৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।এছাড়াও বরিশাল সদর উপজেলায় ২০টি, হিজলায় ১২টি, মুলাদীতে ১০টি, বাকেরগঞ্জে ৬৯টি, মেহেন্দীগঞ্জে ২৩টি, বানারীপাড়ায় ৫৬টি, উজিরপুরে ১১৩টি, বাবুগঞ্জে ২২টি এবং গৌরনদী উপজেলায় ৮০টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।মহানগর ও জেলা মিলিয়ে বরিশালে এবার ৫৮১টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।প্রায় প্রতিটি মন্দিরেই চলছে পূজার প্রস্তুতি।২৬ সেপ্টেম্বর (৯ আশ্বিন) মঙ্গলবার ষষ্ঠীবিহিত পূজার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজার ৫দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে।৩০ সেপ্টেম্বর (১৩ আশ্বিন) শনিবার দশমী বিহিতপূজা সমাপনান্তে দেবীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।




Archives
Image
বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মো: রায়হান কাওসার
Image
বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা থাকা উচিত : যুক্তরাষ্ট্র
Image
আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল
Image
নার্সিং ব্যবসার আড়ালে নানা অনিয়মের জন্ম দিয়েছে আ’ লীগের ক্ষমতা দেখানো জহির
Image
স্বৈরাচারের দোসরদের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয় : তারেক রহমান