Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৪ বছরেও চালু হয়নি রাজাপুর ফায়ার সার্ভিস ষ্টেশন 
Sunday March 18, 2018 , 12:49 pm
Print this E-mail this

রাজাপুর ফায়ার ষ্টেশনের নির্মানের জন্য ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়

বরিশালে ৪ বছরেও চালু হয়নি রাজাপুর ফায়ার সার্ভিস ষ্টেশন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির রাজাপুরে নির্মানকাজ শুরুর ৪ বছর অতিবাহিত হলেও এখনও চালু হয়নি ফায়ার সার্ভিস ষ্টেশন। ফলে শুষ্ক মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্কে উপজেলাবাসী। এ উপজেলার ফায়ার সার্ভিস ষ্টেশন চালু না থাকায় পার্শ্ববর্তী ঝালকাঠি, কাউখালি, কাঠালিয়া ও ভান্ডারিয়ার ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই সবকিছু পুড়ে ভস্মিভূত হয়ে যায়। ঝালকাঠি জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপজেলা রাজাপুর। এ উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি, ২টি পেট্রোল পাম্প, ৬টি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান,শতাধিক পেট্রোল বিক্রির দোকান, বেকারি-হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার দীর্ঘদিনেও ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন হয়নি। বিভিন্ন সময় অগ্নিকান্ডে গুরুত্বপূর্ণ অফিস,ব্যবসা প্রতিষ্ঠান,আশ্রয় কেন্দ্র ও বসতঘর পুড়ে ভস্মিভূত হয়ে নিঃস্ব হয়ে যায় মানুষ। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গেল ২০১৪ সালের জুলাই মাসে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ পেয়ে উপজেলা সদরের অদূরে রাজাপুর ডিগ্রি কলেজ এলাকায় রাজাপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের নির্মান কাজ শুরু করা হয়। কিন্তু নির্মান সামগ্রীর মুল্য বৃদ্ধির ফলে বরাদ্দকৃত টাকা দিয়ে নির্মান কাজ পুরোপুরি সম্পন্ন করতে না পারায় কাজ শুরুর ৪ বছর অতিবাহিত হলেও ফায়ার ষ্টেশন চালু করা সম্ভব হয়নি। পুরো কাজ সম্পন্ন করতে আরও ১৫ লাখ টাকার প্রয়োজন বলে দাবী ঝালকাঠি গণপূর্ত্ত বিভাগের। ২০১৭ সালের প্রথম দিকে রাজাপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের জন্য বরাদ্দকৃত একটি নতুন গাড়ি ও একটি পাম্প ঝালকাঠি ফায়ার সার্ভিস ষ্টেশনে এক বছর ধরে পরে আছে। কিন্তু সংশ্লিষ্ট কারও রাজাপুর ফায়ার সার্ভিস ষ্টেশন চালুর কোন উদ্যোগ চোখে পড়েনি। দীর্ঘদিন ধরে রাজাপুরে রাজাপুর ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস, ব্যবসা প্রতিষ্ঠান,আশ্রয় কেন্দ্র ও বসতঘর পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। আতঙ্কে রয়েছে দাহপদার্থ বিক্রির ব্যবসায়ীসহ উপজেলাবাসী। ইউএনও আফরোজা বেগম পারুল জানান, দীর্ঘদিন ধরে রাজাপুরে রাজাপুর ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় বিভিন্ন অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতির কথা স্বীকার করে ইউএনও জানালেও চলমান শুষ্কমৌসুমে ফায়ার সার্ভিস খুবই প্রয়োজন। দ্রুতই উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ঝালকাঠি ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মেহেদি হাসান জানান,২০১৭ সালের প্রথম দিকে রাজাপুরের জন্য বরাদ্দকৃত একটি নতুন গাড়ি ও একটি পাম্প ঝালকাঠি ফায়ার সার্ভিস ষ্টেশনে এক বছর ধরে পরে আছে। ঝালকাঠির গণপুর্ত্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ জানান, রাজাপুর ফায়ার ষ্টেশনের নির্মানের জন্য ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়। ২০১৪ সালের জুলাই মাসে নির্মান কাজ শুরু করলেও নির্মান সামগ্রির মুল্য বৃদ্ধির ফলে বরাদ্দকৃত টাকা দিয়ে নির্মান কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। বাকি কাজ সম্পন্ন করতে আরো ১৫ লাখ টাকার প্রয়োজন। এর জন্য চাহিদা পত্র ঢাকায় পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ সম্পন্ন করে হস্তান্তর করা হবে।




Archives
Image
বরিশাল শেবামেকে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে সুনসান নীরবতা
Image
আ. লীগের নৈরাজ্য-হরতালের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Image
শিক্ষার্থীদের ৬ ঘণ্টার আল্টিমেটাম, প্রো-ভিসিসহ ৩ জনকে দায়ী উপাচার্যের
Image
ডাক্তারদের উপঢৌকন বন্ধ হলে ওষুধের দাম কমবে ৩০%
Image
বৌদ্ধ ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ