Current Bangladesh Time
সোমবার জুলাই ১৪, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ২ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ 
Sunday November 10, 2024 , 6:29 pm
Print this E-mail this

আওয়ামী লীগ ঘোষিত শহীদ নূর হোসেন দিবস পালনকে কেন্দ্র করে

বরিশালে ২ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘোষিত শহীদ নূর হোসেন দিবস পালনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বাইরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে বরিশাল নগরীতেও। আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতিহত করতে সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি ছাত্রদল নেতাকর্মিদের রাজপথে সোচ্চার থাকতে দেখা গেছে। নগরীর প্রানকেন্দ্র সদররোডস্থ্য অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রদলের নেতা কর্মীরা। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মিরা সদর রোডে মিছিল বের করে। এছাড়া সকাল থেকে বিএম কলেজ ক্যাম্পাস অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এখান থেকে সাধারণ শিক্ষার্থীরা দু’জন ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশের নিকট সোপর্দ করে। বেলা ১২টায় বিএম কলেজ ক্যাম্পাস থেকে দু’জন ছাত্রলীগ কর্মীকে সাধারণ শিক্ষার্থীরা আটক করে বিক্ষোভ সহকারে কোতোয়ালী মডেল থানায় নিয়ে আসে। তাদের দাবি সকাল থেকে আটককৃত ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে নাশকতা চালানোর পায়তারা করছিল। তাদের মোবাইল ফোন চেক করে প্রমাণিতও হয় যে তারা ছাত্রলীগের কর্মী। আটককৃতরা বিএম কলেজের মাস্টার্সের ছাত্র কৌশিক ও রাশেদ। তবে এর বাইরে তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।




Archives
Image
বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
Image
আগে সংস্কার তারপর নির্বাচন-পিরোজপুরে নাহিদ ইসলাম
Image
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা : একাই দুই আসনে লড়বেন ফয়জুল করীম
Image
বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ
Image
তথ্য ফাঁসের অভিযোগ, বরিশালে ডিবি কনস্টেবল ফারুক ক্লোজড