এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ২৮টি জালানোট জব্দ করা হয়
বরিশালে ২৮ হাজার টাকার জালনোটসহ দুই যুবক আটক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলা শহর থেকে ১ হাজার টাকার ২৮টি জালানোটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১১ মার্চ) বিকেল ৩টার দিকে শহরের বাজার থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, উপজেলার পশ্চিম ভূতেরদিয়া গ্রামের হারুন অর রশিদ হাওলাদারের ছেলে আমিনুল ইসলাম (২৫) এবং দক্ষিণ ভূতেরদিয়া এলাকার আব্দুল হাই বেপারির ছেলে ফাহাদ হোসেন (২২)। বাবুগঞ্জ থানার ওসি আব্দুস সালাম জানান, আটক দুই যুবক ক্রেতা সেজে বাবুগঞ্জ বাজারের বিসমিল্লহ স্টোর নামক একটি দোকানে ১ হাজার টাকার জালনোট দেয়। যা দেখে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে সন্দেহ হলে ওই দুই যুবককে আটকে রেখে থানায় খবর দেয়। পরবর্তীতে খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ২৮টি জালানোট জব্দ করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।