Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১১, ২০২৪ ৬:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ২৬ মামলার আসামি গ্রেপ্তার 
Saturday November 9, 2024 , 6:51 pm
Print this E-mail this

ছিনতাইকারীদের গডফাদার ও ভাড়াটে খুনি

বরিশালে ২৬ মামলার আসামি গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চুক্তিতে মানুষ কুপিয়ে হত্যা-আহতসহ ২৬ মামলার আসামি আকাশ হাওলাদার (৩৫) ওরফে কালা মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (নভেম্বর ৯) ভোরে নগরীর হাতেম আলী কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আকাশ হাওলাদার (৩৫) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে। এক মাসের প্রচেষ্টায় আসামি আকাশকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন। নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন বলেন, আকাশ ওরফে মাসুদ বিভিন্ন সময়ে টাকার বিনিময়ে টার্গেট করা ব্যক্তিকে কুপিয়ে আহত ও হত্যার ঘটনা ঘটিয়েছে। বরিশাল নগরীর ছিনতাইকারীদের গডফাদার ও ভাড়াটে খুনি নামে পরিচিত তিনি। তাই আমরা তাকে গ্রেপ্তার করতে গত একমাস ধরে একাধিক অভিযান চালিয়েছি। তার বিরুদ্ধে হত্যা ছাড়াও ডাকাতি, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে। গত এক বছরে বরিশাল নগরীতে প্রায় অর্ধশত চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটালেও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে অনেকটা ব্যর্থ হয়েছিল। নগরীর কলেজ এলাকার বাসিন্দা মনির খলিফা বলেন, ধোপাবাড়ির মোড়, কলেজ অ্যাভিনিউ, বৈদ্যপাড়াসহ কয়েকটি স্থানে রয়েছে কালা মাসুদের সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। তারা টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধ করে থাকে। তাই অবিলম্বে কালা মাসুদের সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, সন্ত্রাসী কালা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাছাড়া নতুন আরও চারটি মামলার আসামি এই কালা মাসুদ। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




Archives
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
Image
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
Image
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম : রিউমর স্ক্যানার