প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে ২০ লাখ নিষিদ্ধ ট্যাবলেট ক্যাপসুল জব্দ, তিন লাখ টাকা জরিমানা
Wednesday December 6, 2017 , 5:51 pm
উৎপাদিত ট্যাবলেট ও ক্যাপসুল অবৈধভাবে উৎপাদন করা হচ্ছিলো, জব্দ করা ওষুধ পুড়িয়ে ফেলা হয়
বরিশালে ২০ লাখ নিষিদ্ধ ট্যাবলেট ক্যাপসুল জব্দ, তিন লাখ টাকা জরিমানা
বরিশাল নগরীর বিএম কলেজ সংলগ্ন ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস নামক ওষুধ কারখানায় অভিযান চালিয়ে ২০ লাখ নিষিদ্ধ ট্যাবলেট ও ক্যাপসুল জব্দ করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার (০৫-১২-১৭) দুপুর থেকে রাত এগারোটা পর্যন্ত এ অভিযানে জব্দকৃত ওষুধ মধ্যরাতে আগুনে পুড়িয়ে ফেলা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (০৬-১২-১৭) সকালে র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোঃ রকিবুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর থেকে রাত এগারোটা পর্যন্ত ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল্সে অভিযান পরিচালনা করা হয়। এসময় নিউসেফটিন আর, ইন্দোফেনাক, রেনিডিটিন, ইন্দোপ্রোক্সমিক্স, রিবোফ্লোবিন, ডাইফেনাক, মেট্রল নামক আট ধরনের ওষুধ জব্দ করা হয়। এরমধ্যে ছয়টি আইটেম রেজিস্ট্রেশনবিহীন এবং দুইটি অনুমোদনবিহীন উৎপাদন করে বিক্রি করা হচ্ছিলো। ড্রাগ সুপারভাইজার তানভির আহমেদ উপস্থিত থেকে নিশ্চিত করেন উৎপাদিত ট্যাবলেট ও ক্যাপসুল অবৈধভাবে উৎপাদন করা হচ্ছিলো।
অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ওষুধ উৎপাদনের দায়ে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এএফএম আনোয়ারুল হককে তিন লাখ টাকা জরিমানা করেন। এরপর জব্দ করা ওষুধ পুড়িয়ে ফেলা হয়।