স্টেশান কমান্ডার লে. ইমতিয়াজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন
বরিশালে ১৯৫ মন জাটকাসহ আটক ৯
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের হিজলার ধুলখোলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১শত ৯৫ মন জাটকা জব্দ করেছে কোষ্টগার্ড। পাশাপাশি ১ টি কাঠের বোট (ইঞ্জিন চালিত নৌকা) ও ৯ জন জেলেক আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ধুলখোলা সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন জায়গায় অভিযান চালায় কোষ্টগার্ড। অভিযানে বোটটিতে থাকা ১৯৫ মন জাটকাসহ ৯ জন জেলেকে আটক করা হয়। জব্দ জাটকাগুলো মৎস কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং আটক ৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের নেতৃত্বে থাকা কোষ্টগার্ড দক্ষিন জোনের সিজি স্টেশান বরিশালের স্টেশান কমান্ডার লে. ইমতিয়াজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।