|
| | | |
আটককৃত জহিরকে আদালতে প্রেরণ করা হয়েছে
বরিশালে ১৩ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে ১৩ লিটার চোলাই মদসহ জহির হাওলাদার (৪০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শনিবার সকালে উপজেলার মাহিলাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত জহির মাহিলাড়া ইউনিযনের ভীমেরপাড় গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকালে বাঘার গ্রামের মদ বিক্রেতা খোকন দেওয়ানের ১৩ লিটার চোলাই মদ ভ্যানযোগে মাহিলাড়া বাজারে নিয়ে আসে জহির। এসময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে পুলিশ খবর দেয়। পরে পুলিশ জহিরকে আটক করে থানায় নিয়ে যায়। গৌরনদী মডেল থানার ওসি মো: ইউনুস মিয়া জানান, এ ঘটনায় দু’জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটককৃত জহিরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Post Views: ০
|
| | | |
|
| | | |
Archives
| | | | |
| | | |
|
|