আটককৃত ২ যুবক মাদক ব্যাবসায়ী হচ্ছে সাইফুল ইসলাম জীবন ও স্বপন
বরিশালে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ দেশব্যাপি মাদক ব্যাবসায়ী গ্রেফতার ও মাদক নির্মূল অভিযানের অংশ হিসাবে বুধবার বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারেরপুল নামক স্থানের পুলিশ চেকপোস্ট এলাকায় থেকে সাজাপ্রাপ্ত আসামী সহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে এসময় তাদের কাছ থেকে ১০কেজি গাঁজা উদ্ধার করা হয়। বন্দর থানার সুযোগ্য ওসি তদন্ত ফয়সাল আহমেদ জানান বুধবার বিকালে নিয়মিত সন্ত্রাস,অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক উদ্ধার সহ ব্যাবসায়ীদের গ্রেফতার অভিযানের অংশ হিসাবে বন্দর থানার এস আই জিহাদুল কবীর, এ.এস.আই এরফান হোসেন, এ.এস.আই আনোয়ার হোসেন সহ একদল সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দর থানাধীন শহরতলী চরকাউয়া ইউনিয়নের দিনারেরপুল নামক স্থানে চেকপোস্ট স্থাপন করে। এসময় উক্ত এলাকার বিভিন্ন যানবাহন তল্লাসী কালের এক প্রর্যায়ে ২ যুবককে সন্দ্রেহ হলে তাদের জিজ্ঞাসাবাদের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মাদক দ্রব্য ১০কেজি গাঁজা। আটককৃত ২ যুবক মাদক ব্যাবসায়ী হচ্ছে সাইফুল ইসলাম জীবন ও স্বপন। আটককৃতদের বাড়ি কুমিল্লা বলে জানান। এছাড়া আটক সাইফুল ইসলাম জীবন কুমিল্লার ব্রাক্ষনপাড়া থানার একজন পলাতক আসামী জানা গেছে। এব্যাপারে বন্দর থানার এস আই জিয়াউল কবীর বাদী হয়ে মাদক দ্রব্য আইনে সাইফুল ইসলাম ও স্বপনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।