|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর মো: হানিফ
বরিশালে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘উচ্ছ্বাস’
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শহরের বঙ্গবন্ধু কলোনির ১০০টি দুস্থ পরিবারের মাঝে ঈদ-উল-আযহা উপলক্ষে, ঈদ সামগ্রী (চাল, মসলা, দুধ, চিনি, সেমাই) বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন উচ্ছ্বাসের স্বেচ্ছাসেবকরা। উচ্ছ্বাসের এবারের অনুষ্ঠানের নাম ঈদের খুশি, সিজন-৪ “ছড়িয়ে দেই ঈদের খুশি, সবার মুখে ফুটুক হাসি”। শনিবার সকাল ১০ টায় ব্যাপ্টিষ্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে, ১০০টি দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন উচ্ছ্বাসের স্বেচ্ছাসেবকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর মো: হানিফ, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, সমাজসেবা অধিদপ্তরের জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রভাষক বঙ্কিম চন্দ্র সরকার, ব্যাপ্টিষ্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি সূর্যানী সমাদ্দার এবং উচ্ছ্বাস ও স্বপ্নপূরণ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রসেনজীৎ সাহা। অনুষ্ঠানের সময় স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন উচ্ছ্বাসের ৪০ জন স্বেচ্ছাসেবক। ঈদ সামগ্রী বিতরণের সময় বরেণ্য শিক্ষাবিদ মোঃ হানিফ বলেন, দুস্থ পরিবারের জন্য এমন ভালো কাজ করে তারা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, সবাই এভাবে ভালো কাজে এগিয়ে আসলে দেশের সমস্ত দুস্থ মানুষদের মাঝে আনন্দ ছড়িয়ে দেয়া সম্ভব। এছাড়াও উচ্ছ্বাসের সভাপতি প্রসেনজীৎ সাহা বলেন, আমরা দুস্থ মানুষদের মুখে হাসি ফোঁটাতে পেরে অনেক আনন্দিত, আমাদের পাশাপাশি সবাই এগিয়ে আসলে তাদের ঈদটা একটু হলেও ভালো কাটবে। সবার সহযোগীতা পেলে উচ্ছ্বাস পরিবার সামনের দিনগুলিতেও ভালো কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ঈদ সামগ্রী পেয়ে কেমন লাগছে জানতে চাইলে মমতাজ বেগম (৫৫) জানান, “মোর স্বামী ২ বছর আগে মইর্যা গ্যাছে, পেত্তেক ফির ঈদ আইলেই ভাবতাম ক্যামনে কি কিনুম, তয় এইবার এই জিনিসগুলান পাইয়া মোরা বেমালা খুশী হইছি। আল্লা তোমাগো ভালা করুক। এছাড়াও ঈদ সামগ্রী পেয়ে হামিদা বানু বলেন, বাজান কি আর কমু, ওগো বাপ পঙ্গু।’’
Post Views:
১,৫১৪
|
|