|
সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত এ মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে
বরিশালে ০৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বর্নাঢ্য শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশালে তিনদিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহষ্পতিবার (০৪ অক্টোবর) সকালে সারাদেশের সাথে একযোগে বরিশালেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ষ্টেডিয়ামের আউটার ষ্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে জেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুল হালিম। এতে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেনসহ জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ। এরআগে মেলার উদ্বোধন উপলক্ষে নগরের সদর রোড জিলা স্কুল মোড় থেকে আউটার স্টেডিয়াম পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হয়। তিনদিনব্যাপী উন্নয়ন মেলায় জেলার বিভিন্ন সরকারি দপ্তর এবং বেসরকারী প্রতিষ্ঠানসমূহ মিলিয়ে দুইশত স্টলে তাদের উন্নয়নমূলক কার্যক্রম উপস্থাপন করেছেন। পাশাপাশি এসকল ষ্টলে স্ব স্ব দপ্তরের কর্মকান্ড, নাগরিক সেবা, লক্ষ্য পরিকল্পনা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য সেবাগ্রহিতাদের প্রদান করা হচ্ছে। সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত এ মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। পাশাপাশি প্রতিদিন মেলা প্রাঙ্গনে সেমিনার, বিষয় ভিত্তিক রচনা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়েছে।
Post Views:
১,৪২৪
|
|