তদন্ত পূর্বক অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে – ওসি গোলাম সরোয়ার
বরিশালে হাত-পা বেঁধে বলৎকারের ঘটনায় মামলা
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : এক স্কুল ছাত্রকে কৌশলে হাত ও পা বেঁধে বলৎকারের ঘটনায় মঙ্গলবার রাতে জেলার উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলায় উপজেলার গালার বাজারের ব্যবসায়ী খলিলুর রহমান মৃধাকে আসামি করা হয়েছে।যোগিরকান্দা গ্রামের কামাল ফকির জানান,গত ১৯ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে পান ক্রয়ের জন্য তার অস্টম শ্রেনীতে পড়ুয়া পুত্র সাগর ফকির বাজারে যায়।এসময় বাজারের ব্যবসায়ী খলিল মৃধা কৌশলে দুই ঘন্টা তার দোকানে বসিয়ে রেখে রাত নয়টার দিকে দোকানের পেছনে নিয়ে হাত ও পা বেঁধে জোরপূর্বক বলাৎকার করে।ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা বিষয়টি মীমাংসার নামে প্রহসন করে।উপায়অন্তুর না পেয়ে মঙ্গলবার রাতে তিনি বাদি হয়ে খলিল মৃধাকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন,তদন্ত পূর্বক অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।