বরিশালে হাতপাখার কর্মীর উপর আওয়ামীলীগের নগ্ন হামলা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ১৪-১২-২০১৮ ইং শুক্রবার জুমার নামাজের পর অন্যান্য প্রার্থীদের মত বরিশাল নগরীর রূপাতলী আছালত খান জামে মসজিদে হাতপাখার লিফলেট বিতরণ করছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার প্রশিক্ষণ সম্পাদক শাকিল হোসেন। এসময় অতর্কিত হামলা করে স্থানীয় ব্যবসায়ী ও আওয়ামীলীগ কর্মী মিরাজ, সেলিম খান ও তার সহযোগীরা। প্রত্যক্ষদর্শী জুমার মুসল্লীরা জানান, শাকিল নামাজের পর মসজিদের বাহিরে হাতপাখা প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করীম, শায়েখে চরমোনাইর লিফলেট বিতরণ করছিলেন, এসময় স্থানীয় ব্যবসায়ী মিরাজ তাকে বারন করেন। শাকিল তার বারন না শুনে লিফলেট বিতরণ অব্যহত রাখলে মিরাজ ও তার সহযোগীরা শাকিলকে ধরে রেখে অন্তত চারবার ইট দিয়ে প্রচন্ড আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে শেরে বাংলা মেডিকেলে ভর্তি করেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। তিনি বলেন, বরিশাল ইসলামী আন্দোলনের প্রাণকেন্দ্রখ্যাত। এখানে আমার কর্মীদের উপর হামলার পরিণাম ভাল হবে না। হাতপাখার কর্মী শাকিলের উপর হামলার প্রতিবাদে বিকাল ৪টায় নগরীর রূপাতলী আছালতখান জামে মসজিদের সম্মূখে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বরিশালে আওয়ামীলীগ সন্ত্রাসী কর্তৃক ইশা ছাত্র আন্দোলন কর্মীর উপর হামলার ঘটনায় বরিশালে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম নেয়। এ ঘটনায় তাৎক্ষণিক রিটার্নিং কর্মকর্তাকে মোবাইলে জানানো হয়, আজকের মধ্যেই লিখিত আকারে জানানো হবে এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।