প্রশিক্ষণ প্রদান করেন সিসিআরআইপি প্রকল্পের সহায়ক হুমায়ুন কবির খান ও মোঃ শহিদুল ইসলাম
বরিশালে হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিসিআরআইপি প্রকল্পের আওতায় বরিশালের গৌরনদী উপজেলার হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি, জনপ্রতিনিধি ও বাজারের সুবিধাভোগী ব্যবসায়ীদের নিয়ে বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদের হলরুমে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী এসএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন উপজেলার নবাগত নির্বাহী অফিসার খালেদা নাছরিন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার দুইবারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা। প্রশিক্ষণ প্রদান করেন সিসিআরআইপি প্রকল্পের সহায়ক হুমায়ুন কবির খান ও মোঃ শহিদুল ইসলাম।