Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ২৫, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে হলুদ অটো চালকদের ৫ দফা দাবি না মানলে আন্দোলনের হুশিয়ারী 
Wednesday October 25, 2017 , 9:51 pm
Print this E-mail this

হাইকোর্ট থেকে ব্যাটারী চালিত অটো রিক্সা বন্ধ করার ঘোষনা হয়েছে

বরিশালে হলুদ অটো চালকদের ৫ দফা দাবি না মানলে আন্দোলনের হুশিয়ারী


স্টাফ রিপোর্টার : বরিশালে শুধুমাত্র হাইওয়ে ব্যাতিত সকল রুটে ব্যাটারী চালিত হলুদ অটো রিকসা চলাচলে অতি দ্রুত বৈধতা প্রদান ও পুলিশের সকল প্রকার হয়রানী থেকে রক্ষা পাওয়ার দাবীতে বরিশাল সিটি কর্পোরেশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গতকাল সকাল ১১ টায় বিসিসির মেয়র আহসান হাবিব কামাল, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জামান,বিআরটি-এর পরিচালক মোঃ শাহ আলম,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,বরিশাল জেলা ও মহানগর ব্যাটারী চালিত অটো শ্রমিক কল্যান সমিতির নেতৃবৃন্দ (রেজিঃ নং১৬৭৩)ও ব্যাটারী চালিত অটো রিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দ,অটো চালক ও সাংবাদিকদের উপস্থিতিতে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় আগামী ১ নভেম্বরের মধ্যে গ্যাসের সিলেন্ডার কর্তৃক চালিত (নিল গাড়ী) গাড়ী বন্ধ করা যে,সকল হলুদ অটোর ব্লু বুক পুলিশ আটকে রেখেছে তা ফিরিয়ে দেওয়া ও হাইওয়ে ব্যাতিত সকল সড়কে সব সময় ব্যাটারী চালিত অটো চলাচলে বৈধতা প্রদান না করলে সড়ক অবরোধসহ বড় ধরনের সিদ্ধান্ত নিবেন বলে হুশিয়ারীদেন অটো চালক শ্রমিক ও তাদের মালিক সমিতি সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় মহানগর ব্যাটারী চালিত অটো শ্রমিক কল্যান সমিতি উপদেষ্টা মাহমুব হোসেন,কোষাদক্ষ্য জামাল গাজী,প্রচার সম্পাদক লেদু সিকদার,লাইন সম্পাদক আলমগীর হোসেন,সাধারন সম্পাদক আঃ রব মিয়া ও মালিক সমিতির সাধারন সম্পাদক নিজামুল হক নিজাম,সহ সভাপতি হারুন অর রশিদসহ সাধারন সম্পাদক তারেকসহ একাধীক নেতৃবৃন্দরা করা হুশিয়ারী দিয়ে বলেন,২০০৯ সাথে সাবেক মেয়র শওকত হোসের হিরন ব্যাটারী চালিত অটো রিক্সা চলাচলের জন্য লাইন্সেস দেন,কিন্তু ২০১৫ সালে বিআরটিএর কিছু অসাধু কর্মকর্তা ও প্রশাসনের কর্মকতারাসহ কিছু লোক মিলে বলে হাইকোর্ট থেকে ব্যাটারী চালিত অটো রিক্সা বন্ধ করার ঘোষনা হয়েছে।কিন্তু সেই কথা রিট এ কোথাও লেখা নাই যে হলুদ ব্যাটারী চালিত অটো রিক্সা বন্ধ থাকবে।আমরা চাই বরিশাল নগরীতে যেন সব সড়কে অটো রিক্সা চলাচল করতে পারে।কারন আমরা কোন মহা সড়কে অটো রিক্সা চলাচল করতে দেবো না।আমরা চাই সদর রোড সহ নগরীর সব কয়টি সড়কে হলুদ ব্যাটারী চালিত অটো রিক্সা চলাচল করবে ও প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ বিসিসির ব্লু বুক ও সড়ক উনমুক্ত করে দিতে হবে।আর যদি আমাদের দাবি আপনারা না মানেন,আগামী ১ তারিখ আমরা সদর রোডসহ জান দিয়ে হলেও নগরীর সব রোডে প্রবেশ করবো।এ দিকে বিসিসি মেয়র আহসান হাবিব কামাল বলেন,অটো রিক্সার ২৬শ১০টি টোকেন অনুমোদন দিয়েছে বিসিসি।কেন প্রশাসন বা বিআরটি এর কর্মকর্তারা সেই টোকেন বা গাড়ি অবৈধ বলে।রাস্তা মেরামতসহ শহরের যাবতীয় সব কাজ বিসিসি করে।প্রশাসন শুধু গাড়ি নিয়ান্তন করবে।কিন্তু কেন বা তারা অটো রিক্সার ব্লু বুক আটক করে রেখেছে তা আমাদের জানা নেই।আগামী ১ তারিখের মধ্যে মহা সড়ক বাদে নগরীর সদর রোডে হলুদ অটো রিক্সা চলাচল করবে।যদি অটো শ্রমিকদে দাবি আপনারা না মানেন তা হলে ১তারিখ বিসিসি কতৃপক্ষ কাউন্সিলর বৃন্দসহ চালক শ্রমিক,মালিক,সংগঠন সবাই সম্মিলিত সাদা কাপড়ে রাজপথে কঠোর আন্দোলনের ডাক দিবে বলে হুশিয়ারী দেন তিনি।




Archives
Image
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে : ড. ইউনূস
Image
বরিশালে ছিনতাই মামলায় ছাত্রদল নেতা কারাগারে
Image
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বরিশালে কঠোর অবস্থানে বিআরটিএ
Image
ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুন আর নেই
Image
সচিবালয় এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০